পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

টালা বারোয়ারি পুজো মণ্ডপ এবার আপনাকে নিয়ে যাবে 'হীরক রাজার দেশে' - DURGA PUJA 2024

কালজয়ী বাংলা চলচ্চিত্র 'হীরক রাজার দেশে' এবার ফিরেছে টালা বারোয়ারি পুজো কমিটির মণ্ডপে ৷ কেমন সাজিয়েছেন শিল্পী দেখে নিন ইটিভি ভারতের ক্যামেরায় ৷

DURGA PUJA 2024
টালা বারোয়ারি পুজো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 6:30 PM IST

কলকাতা, 7 অক্টোবর: হীরক রাজার দেশের আদলে টালা বারোয়ারির এবারের পুজোর থিম 'হীরা মানিক জ্বলে'। মুক্তির পর থেকে আজ পর্যন্ত সমানভাবে মানুষের কাছে জনপ্রিয় কালজয়ী বাংলা চলচ্চিত্র 'হীরক রাজার দেশে'।

সেই চলচ্চিত্র ব্যবহৃত একাধিক সংলাপ এখনও মুখস্ত বেশ কয়েক প্রজন্মের। সেই নস্টালজিক স্মৃতিকে চাক্ষুষ করতে হলে এবার চলে আসুন উত্তর কলকাতার টালা বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপে।

104তম বর্ষে টালা বারোয়ারির পুজো (ইটিভি ভারত)

104 বছরে এবার তাদের বিষয় ভাবনা 'হীরা-মানিক জ্বলে' অর্থাৎ হীরক রাজার দেশে এই সিনেমাকে তারা মণ্ডপে ফুটিয়ে তুলছেন। শিল্পী সোমনাথ তামলি বলেন, "দর্শকরা যাঁরা আসবেন তাঁদের মনে দাগ কাটতে বাধ্য এই মণ্ডপের পরিবেশ। দর্শককে প্রথমে ঢুকতে হবে যন্ত্রর মন্তর ঘরের ভিতর থেকে। হবে মগজ ধোলাই।

থিমশিল্পী সোমনাথ তামলি (নিজস্ব ছবি)

তারপরেই একদম জীবন্ত দেখবেন হীরক রাজার দরবার। রাজ জ্যোতিষী থেকে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী কে নেই সেখানে। কেউ শাস্ত্র পাঠ করবেন, কেউ তুলে ধরবেন খাজনার হিসেব। থাকছে বলমধারি পেয়াদা। কানে ভেসে আসবে সেই মন্ত্র, বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না, যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে যম।"

পুজোর থিম 'হীরা মানিক জ্বলে' (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "সামনে প্রায় 25 ফুট লম্বা হীরক রাজ্যের মূর্তি। 8 থেকে 80 যখন মণ্ডপে ঘুরে তাড়িয়ে উপভোগ করবেন ৷ এরপর ঢুকবেন প্রতিমা দর্শনে। সেখানে ফের চমক। প্রতিমা শিল্পী দেবায়ন প্রামাণিক মায়ের রূপ দিয়েছেন উদয়ন পণ্ডিতের রূপে। জীবন্ত বিজ্ঞানী ঘুরে বেড়াবেন। হাতে সেই সুগন্ধি কাগজের ফুল নিয়ে।"

মণ্ডপসজ্জা (নিজস্ব ছবি)

ক্লাবকর্তা অভিষেক ভট্টাচার্য জানান, এবার দর্শকরা মণ্ডপ ছাড়তে চাইবেন না। পরতে পরতে চমক। বিশেষ করে 80 থেকে 90 দশকের লোকজন নস্টালজিক হয়ে পড়বেন। গতবার অবনীন্দ্রনাথ ঠাকুর নিয়ে থিম হয়েছিল। এবার সত্যজিত রায়ের হীরক রাজার দেশে।"

ABOUT THE AUTHOR

...view details