প্রতিবছর 5 জানুয়ারী জাতীয় পাখি দিবস পালন করা হয় ৷ এইদিন প্রকৃতি ও পাখি প্রেমীদের জন্য এই বছর সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয় ৷ মানুষ শীতকালে ভ্রমণ করতে পছন্দ করেন ৷ তবে পছন্দ সবার আলাদা ৷ কেউ কেউ পছন্দ করেন সমুদ্র সৈকত আবার কেউ আবার পাহাড় ৷ পাখি প্রেমীদের কথা বললে তাঁরা জাতীয় উদ্যান পছন্দ করেন ৷ তাই পাখির অভয়ারণ্য দেখারও নিজস্ব মজা আছে ।
শীতকালে সারা বিশ্বের পরিযায়ী পাখি ভারতে আসে । এ সময় বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন । আপনি যদি পাখি দেখার প্রতি আগ্রহী থাকেন তবে ভারতে অনেক বিখ্যাত পাখির অভয়ারণ্য রয়েছে যেখানে আপনার অবশ্যই একবার যাওয়া উচিত ।
ভরতপুর পাখি অভয়ারণ্য, রাজস্থান (Bharatpur Bird Sanctuary):রাজস্থানের ভরতপুরে অবস্থিত এই বার্ড সেঞ্চুরিটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে অন্যতম । এটি প্রায় 29 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত । একে পরিযায়ী পাখির স্বর্গও বলা হয় । সাইবেরিয়ান ক্রেন, পেলিকান, স্টর্ক এবং ফ্লেমিংগোর মতো বিভিন্ন ধরনের পাখি দেখা যায় । যাঁরা পাখির ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাঁদের জন্য একটি উপযুক্ত জায়গা ৷
রঙ্গনাথিট্টু পাখি অভয়ারণ্য, কর্ণাটক (Ranganathittu Bird Sanctuary): কর্ণাটক রাজ্যের রঙ্গনাথিট্টু পাখি অভয়ারণ্যের সৌন্দর্য দেখার মতো । এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে সুনদর করে তুলবে ৷ রঙ্গনাথিট্টু পাখি অভয়ারণ্য প্রায় 40 একর জুড়ে বিস্তৃত । এখানে নানা প্রজাতির পাখি এখানে কাছ থেকে দেখা যায় । পেলিকান, ওপেনবিল স্টর্ক এবং স্পুনবিলের মতো পাখি শীতকালে এখানে আসে ।
চিলকা হ্রদ পাখি অভয়ারণ্য, ওড়িশা (Chilka Lake Bird Sanctuary Orissa):চিলকা হ্রদ এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ ৷ পরিযায়ী পাখিদের জন্য একটি উল্লেখযোগ্য় গন্তব্য । শীতকালে এখানে বহু প্রজাতির পাখি দেখা যায় । এরমধ্যে ফ্ল্যামিঙ্গো, হোয়াইট আইবিস এবং গ্রে হেরন উল্লেখযোগ্য । এই জায়গার ফটোগ্রাফি আপনাকে একটি অসাধারণ অনুভুতি দেবে ৷