সবে শুরু হয়েছে নতুন বছর ৷ ভালো চিন্তাধারা মাথায় নিয়েই এই বছর শুরু করেছে মানুষ ৷ 2025 সাল আপনার কেমন যাবে জ্যোতিষশাস্ত্রে একটা ধারনা দেওয়া হয়ে থাকে ৷ জ্যোতিষী রাহুল দে বলেন, "2025 সালের আপনার কেমন যাবে তা অনেকসময় নির্ধারিত হয় জন্ম সাল অনুযায়ী ৷" জেনে নিন, আপনার জন্ম সাল কত ও কেমন কাটবে এই বছর ? সবথেকে বিশেষ বিষয় হল এই বছর ভালো সময় কাটার জন্য কী করা প্রয়োজন ?
সারা পৃথিবীতে সংখ্যাতত্ত্বের বিভিন্ন পদ্ধতির প্রচলন আছে । সাধারণ মানুষের হিসাবের জন্য খুব সহজ-সরল, গ্রহণযোগ্য পদ্ধতি হল এই সংখ্যাতত্ত্ব । এর সাহায্যে সহজেই নতুন বছর কেমন কাটবে তা জানতে পারা যায় ।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলা হয়ে থাকে, প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল একজন ব্যক্তির মূলাঙ্ক । তবে এখানে শুধুমাত্র আপনার জন্ম তারিখেই লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্য ও 2025 এর শুভ ও অশুভ সময় ৷ তাই জ্যোতিষী জানান, কিছু জিনিষের নিয়ম মানলেই এই বছর আপনার খারাপ যাবে না ৷
3, 5, 17, 10, 22: এই তারিখে জন্মনো ব্যক্তিরা একটু বেশি চিন্তা করে থাকেন ৷ 2025 বছরটা ভালো সময় কাটাতে এই তারিখের জাতক জাতিকাদের চিন্তা ভাবনা কমাতে হবে ৷