ভারতে দেখার মতো অনেক জায়গা আছে ৷ যেখানে গেলে আপনি সম্পূর্ণ ফ্রেশ অনুভব করতে পারেন । শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ শীত মানেই ঘোরা আনন্দ ও পিকনিক ৷ যাঁরা প্রাণী পছন্দ করেন তাঁদের জন্য চিড়িয়াখানার চেয়ে ভালো জায়গা আর হতে পারে না । শিশুরাও চিড়িয়াখানা দেখতে খুব পছন্দ করে ।
তবে বর্তমানে অনেক পশুই বিলুপ্ত হয়ে যাচ্ছে ৷ শীতকালে খাবার নিয়ে গিয়ে পিকনিকের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটানো এক সুন্দর মূহুর্ত ৷ এছাড়াও শিশুদের শেখানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভালো বিকল্প চিড়িয়াখানা ৷ এইরকমই ভারতে অনেক চিড়িয়াখানা আছে যেখানে আপনি ভালো সময় কাটাতে পারবেন ৷
মহীশূর চিড়িয়াখানা:কর্ণাটকের মাইসোরে অবস্থিত এই চিড়িয়াখানাটি ভারতের প্রাচীনতম এবং সুন্দর চিড়িয়াখানারগুলির মধ্যে একটি । এখানে আপনি অনেক বিরল প্রাণী দেখতে পাবেন । এই চিড়িয়াখানাটি 1892 সালে প্রতিষ্ঠিত হয়েছিল । সাদা বাঘ, আফ্রিকান হাতি, গন্ডার এবং অনেক বিদেশী পাখি এখানে দেখা যায় ।
আলিপুর চিড়িয়াখানা: জুলজিক্যাল গার্ডেন, আলিপুর ৷ এটিকে আলিপুর চিড়িয়াখানা বা কলকাতা চিড়িয়াখানাও বলা হয় ৷ এটি ভারতের পশ্চিমবঙ্গের প্রাচীনতম একটি জায়গা ৷ কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ ৷ শীতের মরশুমে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর ভিড় জমে এখানে ৷ 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় ।
শিশুদের শেখানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভালো বিকল্প চিড়িয়াখানা (Freepik) ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক:বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক 600 একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত । আপনি এখানে বিভিন্ন প্রাণী এবং পাখির প্রজাতি দেখতে পাবেন । এটি কাম্বলাকোন্ডা বন চিড়িয়াখানাকে ঘিরে অবস্থিত । এখানে আপনি এই মরশুমে একটি আনন্দের দিন কাটাতে পারবেন ৷
নবাব ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল পার্ক:লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল পার্কের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে । এটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল । সাদা বাঘ, উটপাখির মতো অনেক বিরল প্রজাতি এখানে দেখা যায় । শিশুদের জন্য টয় ট্রেন এবং বোটিং সুবিধাও রয়েছে ।
ভারতে অনেক চিড়িয়াখানা আছে যেগুলি বেশ নামকরা (Freepik) নন্দনকানন জুলজিক্যাল পার্ক: ওড়িষার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত নন্দনকানন চিড়িয়াখানা ভারতের অন্যতম সেরা চিড়িয়াখানা । সাদা বাঘ, কুমিরের মতো অনেক বিরল প্রজাতির প্রাণী এখানে দেখা যায় । এখানকার নাইট সাফারি বেশ বিখ্যাত ।
শীতের মরশুমে চিড়িয়াখানা ঘুরতে যাওয়া সেরা হতে পারে (Freepik) চিড়িয়াখানা যাওয়ার আগে এই জিনিসগুলি মাথায় রাখা প্রয়োজন:যখনই চিড়িয়াখানায় যাওয়ার কথা ভাববেন, সেখানকার জায়গা সম্পর্কে গুগল করে রাখুন ৷ এছাড়াও চিড়িয়াখানায় পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন ৷ প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন । ক্যামেরা রাখুন সঙ্গে এতে আপনি সুন্দর জায়গার মূহুর্ত ফ্রেমবন্দি করতে পারেন ৷