ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

সন্দীপ ঘোষ-রূপী মহিষাসুর বধ দেবী দুর্গার ! ভিডিয়ো ভাইরাল - DURGA PUJA 2024

আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্য ৷ এরই মাঝে ধৃত সন্দীপ ঘোষের আদলে মহিষাসুরের মুখের দেখা মিলল পুজো মণ্ডপে ৷ ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়ায় ৷

Durga Puja 2024
স্বর্গধাম সেবক সংঘের পুজোয় সন্দীপ ঘোষের আদলে মহিষাসুর ! (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 1:37 PM IST

বহরমপুর, 10 অক্টোবর:মহিষাসুর নাকি সন্দীপ ঘোষ ! প্রথম দেখাতে চিনতে ভুল হতে পারে আপনারও ৷ দর্শনার্থীরা বলছেন, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের খাগড়া অঞ্চলে গেলে দেখা মিলবে সন্দীপ ঘোষ-রূপী মহিষাসুরের ৷

স্বর্গধাম সেবক সংঘের পুজো এবারে মহিষাসুরের জন্য খবরের শিরোনামে । কারণ দর্শকদের মতে, এই পুজোয় অসুরের মুখের আদলের সঙ্গে মিল রয়েছে আরজি কর-কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ যা নজর কাড়ছে পুজো মণ্ডপে আসা দর্শকদের ৷ ইতিমধ্যে সন্দীপ ঘোষের মুখের আদলে অসুরের ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও শিল্পীর দাবি, এটা সম্পূর্ণ কাকতালীয় ৷ তাঁরা ইচ্ছাকৃতভাবে সন্দীপ ঘোষের আদলে অসুরের মুখ গড়েননি ৷

সন্দীপ ঘোষের আদলে মহিষাসুরের মুখ বহরমপুরে ! (ইটিভি ভারত)

শিল্পী অসীম পাল বলেন, "আমরা কখনওই সন্দীপ ঘোষের আদলে মহিষাসুরের মুখ করিনি ৷ যেটা হয়েছে সেটা সম্পূর্ণ কাকতালীয় ও অনিচ্ছাকৃতভাবে ৷ তবে আমার মনে হয় অসুরের সঙ্গে সন্দীপ ঘোষের মুখের অমিল আছে ৷ জানি না কেন দর্শকের দেখে মনে হচ্ছে ওটা সন্দীপ ঘোষের আদলে তৈরি ৷ এখানে আমরা কোনও প্রতিবাদ করছি না এবং অসুরকে আমরা সন্দীপ ঘোষ হিসাবে দেখছি না ।"

সন্দীপ ঘোষের আদলে মহিষাসুর (নিজস্ব ছবি)

শিল্পী যাই দাবি করুন, দর্শকদের বেশ মন কাড়ছে এই মহিষাসুর ৷ দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করছেন স্বর্গধাম সেবক সংঘের পুজোতে কেবল মহিষাসুরকে দেখতে ৷ এমন এক দর্শক অর্চিষ্মান ঘোষের কথায়, "আমরা মহিষাসুরকে দেখতে এসেছি ৷ এখানকার মহিষাসুরকে আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের মতো দেখতে ৷ অসুরকে দেখে ভালো লাগছে ৷ মা দুর্গা বা নারী শক্তি যেন এভাবে অসুরদের বধ করে ৷ এর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে ৷"

স্বর্গধাম সেবক সংঘের পুজো (নিজস্ব ছবি)

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ৷ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ৷ এর পাশাপাশি আরজি কর হাসপাতালে দুর্নীতিতেও নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষের ৷ তারও তদন্ত করছে সিবিআই ৷ সেই মামলায় প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details