ETV Bharat / lifestyle

শুক্রবারে করুন এই কাজ, টাকার কখনও অভাব হবে না - REMEDIES ON FRIDAY

হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর দিন । শুক্রবারে কী কাজ করলে সংসারে শান্তি বজায় থাকবে জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

REMEDIES ON FRIDAY
শুক্রবারে এই কাজ করলে শান্তি বজায় থাকবে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 14, 2024, 2:03 PM IST

শুক্রবার কী কী কাজ করলে ভালো ফল পাওয়া যায় বা লক্ষীলাভ হয় সেগুলি নিয়ে নানান বিষয় রয়েছে ৷ হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহে সবদিন শুভ হিসাবে গণ্য করা হয় ৷ এইদিনগুলি দেবতার নাম হিসাবেও পুজো করা হয় ৷ তেমনি বার নিয়েও জ্যোতিষশাস্ত্রেও বিভিন্ন দিক রয়েছে বলে জানান জ্যোতিষী রাহুল দে ৷

বৈদিক জ্যোতিষ অনুসারে আমাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণিত রয়েছে । কোষ্ঠীতে বিভিন্ন গ্রহের অশুভ অবস্থানের কারণেই আমাদের জীবনে নানা বাধা বিপত্তি আসে বলে ধরা হয় । শুক্র গ্রহ হল আর্থিক পরিস্থিতি ও প্রেম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত । তাই কোষ্ঠীতে শুক্রের অবস্থান খারাপ হলে আর্থিক সংকটের মুখে পড়েন ও তার সংসার জীবনে অশান্তি দেখা দেয় ।

জ্যোতিষী রাহুল দে বলেন, "জ্যোতীষশাস্ত্র অনুযায়ী শুক্রবার দিনটিকে শুক্র গ্রহের দিন হিসাবে ধরা হয় ৷ এই শুক্রের অবস্থান ভালো হলে জাতকের কখনও অর্থের অভাব ঘটে না । কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকটের সমস্যার সম্মূখীন হতে পারেন ।"

রাহুল দে বলেন, "তাই শুক্রবারে কিছু নিয়ম মেনে চললে আপনি সুখী থাকতে পারেন ৷ তিনি জানান, শুক্র অর্থাৎ নারী ৷ তাই এইদিন নারীকে সন্মান করা ভীষণভাবে জরুরি ৷ তাই এইদিন কোনও মহিলাকে অসন্মান করা উচিত নয় ৷ এছাড়াও এইদিন কোনও জিনিষ নষ্ট করা উচিত নয় ৷ এছাড়াও এইদিনে সাদা পোশাক পড়া ভালো ৷ সাদা যেহেতু শান্তির প্রতীক এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও শান্তি আসে ৷ এইদিন কোনও শুভ কাজে বেরোনোর আগে মিষ্টি দই খেয়ে বেরোলে ভালো ফল পাওয়া যায় ৷"

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

শুক্রবার কী কী কাজ করলে ভালো ফল পাওয়া যায় বা লক্ষীলাভ হয় সেগুলি নিয়ে নানান বিষয় রয়েছে ৷ হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহে সবদিন শুভ হিসাবে গণ্য করা হয় ৷ এইদিনগুলি দেবতার নাম হিসাবেও পুজো করা হয় ৷ তেমনি বার নিয়েও জ্যোতিষশাস্ত্রেও বিভিন্ন দিক রয়েছে বলে জানান জ্যোতিষী রাহুল দে ৷

বৈদিক জ্যোতিষ অনুসারে আমাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণিত রয়েছে । কোষ্ঠীতে বিভিন্ন গ্রহের অশুভ অবস্থানের কারণেই আমাদের জীবনে নানা বাধা বিপত্তি আসে বলে ধরা হয় । শুক্র গ্রহ হল আর্থিক পরিস্থিতি ও প্রেম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত । তাই কোষ্ঠীতে শুক্রের অবস্থান খারাপ হলে আর্থিক সংকটের মুখে পড়েন ও তার সংসার জীবনে অশান্তি দেখা দেয় ।

জ্যোতিষী রাহুল দে বলেন, "জ্যোতীষশাস্ত্র অনুযায়ী শুক্রবার দিনটিকে শুক্র গ্রহের দিন হিসাবে ধরা হয় ৷ এই শুক্রের অবস্থান ভালো হলে জাতকের কখনও অর্থের অভাব ঘটে না । কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকটের সমস্যার সম্মূখীন হতে পারেন ।"

রাহুল দে বলেন, "তাই শুক্রবারে কিছু নিয়ম মেনে চললে আপনি সুখী থাকতে পারেন ৷ তিনি জানান, শুক্র অর্থাৎ নারী ৷ তাই এইদিন নারীকে সন্মান করা ভীষণভাবে জরুরি ৷ তাই এইদিন কোনও মহিলাকে অসন্মান করা উচিত নয় ৷ এছাড়াও এইদিন কোনও জিনিষ নষ্ট করা উচিত নয় ৷ এছাড়াও এইদিনে সাদা পোশাক পড়া ভালো ৷ সাদা যেহেতু শান্তির প্রতীক এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ও শান্তি আসে ৷ এইদিন কোনও শুভ কাজে বেরোনোর আগে মিষ্টি দই খেয়ে বেরোলে ভালো ফল পাওয়া যায় ৷"

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.