পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

স্ত্রীর জন্ম তারিখেই হবেন লাভবান ! দেখে নিন আপনারটা - WIFE DATE OF BIRTH

স্ত্রীর জন্ম তারিখেই আপনি হতে পারেন লাভবান ৷ আপনার স্ত্রীর জন্ম তারিখ বলে দেবে আপনার ভাগ্য ৷ কী জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

WIFE DATE OF BIRTH
স্ত্রীর জন্ম তারিখেই আপনার ভাগ্য (Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 8, 2025, 10:39 AM IST

মনের মানুষের সঙ্গে ঘর করার স্বপ্ন প্রত্যেকেই দেখে থাকেন । সে যেন ভালোবাসা, যত্নে জীবন ভরিয়ে রাখেন এমনই আশা করেন সবাই । কিন্তু বাস্তবে অনেক সময় নাও হতে পারে ৷ জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে জন্মতারিখ অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ জ্যোতিষী রাহুল দে বলেন, "সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্মতারিখ তাঁদের স্বভাব সম্পর্কে জানিয়ে থাকে । কারণ স্ত্রীর জন্ম তারিখ নির্ভর করে স্বামীর মঙ্গলের উপর ৷"

সংখ্যা জ্যোতিষ অনুযায়ী, ব্যক্তির জন্মতারিখ তাঁদের স্বভাব সম্পর্কে জানা যায় । জন্মতারিখ বিচার করে জেনে নিন আপনার স্ত্রী বা হবু স্ত্রী আপনার কতটা যত্ন নেবেন । আপনার প্রতি দায়িত্ববান ?

জ্যোতিষী রাহুল দে (ETV Bharat)

চলতি বছরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনেকে । সঙ্গী কেমন হবে, ভালোবাসবে কি না, যত্ন নেবে কি না, বা কঠিন সময়ে পাশে থাকবে কি না, ইত্যাদি নানান প্রশ্ন ব্যক্তির মনে ঘোরাফেরা করতে থাকে । যা সবার কাছেই একটা চিন্তার বিষয় ৷ অনেকের ব্যবহার বিয়ের আগে একরকম ও পরে আরেকরকম হয় ৷ এই বিষয় নিয়ে চিন্তা লেগেই থাকে ৷ জ্যোতিষী রাহুল দে জানান, স্ত্রীর জন্ম তারিখ আপনাকে লাভবান হতে সাহায্য় করবে ৷

জেনে রাখা প্রয়োজন, প্রতিটি ব্যক্তির একটি স্বভাব ও ব্যক্তিত্ব থাকে, যা সহজে বদলায় না । প্রতিটি ব্যক্তির স্বভাব ও ব্যক্তিত্ব বুঝতে সাহায্য করে জ্যোতিষ শাস্ত্র ।

জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্মতারিখ (Freepik)

জ্যোতিষী রাহুল দে বলেন, "যদি আপনার স্ত্রীর জন্মতারিখ হয় 1, 5, 6, 9, 10, 11, 15, 20, 21, 24, 27, 30 এবং 31 ৷ এই তারিখে জন্মালে স্বামীকে ধনবান করে তোলে ৷ বাড়িতে সবসময় পজেটিভ ভাইভস থাকে ৷ এদের উপর মা লক্ষীর কৃপা সবসময় থাকে ৷ ফলে বাড়িতে সবসময় সুখ শান্তি বজায় থাকে ৷"

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ABOUT THE AUTHOR

...view details