মনের মানুষের সঙ্গে ঘর করার স্বপ্ন প্রত্যেকেই দেখে থাকেন । সে যেন ভালোবাসা, যত্নে জীবন ভরিয়ে রাখেন এমনই আশা করেন সবাই । কিন্তু বাস্তবে অনেক সময় নাও হতে পারে ৷ জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে জন্মতারিখ অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ জ্যোতিষী রাহুল দে বলেন, "সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্মতারিখ তাঁদের স্বভাব সম্পর্কে জানিয়ে থাকে । কারণ স্ত্রীর জন্ম তারিখ নির্ভর করে স্বামীর মঙ্গলের উপর ৷"
সংখ্যা জ্যোতিষ অনুযায়ী, ব্যক্তির জন্মতারিখ তাঁদের স্বভাব সম্পর্কে জানা যায় । জন্মতারিখ বিচার করে জেনে নিন আপনার স্ত্রী বা হবু স্ত্রী আপনার কতটা যত্ন নেবেন । আপনার প্রতি দায়িত্ববান ?
চলতি বছরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনেকে । সঙ্গী কেমন হবে, ভালোবাসবে কি না, যত্ন নেবে কি না, বা কঠিন সময়ে পাশে থাকবে কি না, ইত্যাদি নানান প্রশ্ন ব্যক্তির মনে ঘোরাফেরা করতে থাকে । যা সবার কাছেই একটা চিন্তার বিষয় ৷ অনেকের ব্যবহার বিয়ের আগে একরকম ও পরে আরেকরকম হয় ৷ এই বিষয় নিয়ে চিন্তা লেগেই থাকে ৷ জ্যোতিষী রাহুল দে জানান, স্ত্রীর জন্ম তারিখ আপনাকে লাভবান হতে সাহায্য় করবে ৷