পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

নির্মূল হবে ব্রণর সমস্যা, ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করুন এই জিনিসগুলি - HOW TO REMOVE PIMPLE

ব্রণ সাধারণ সমস্যা ৷ এই ব্রণ থেকে মুক্তি পেতে রাসায়নিক ব্যবহার করে থাকেন ৷ যা ত্বকের জন্য ক্ষতি করতে পারে ৷

pimples naturally and permanently
ব্রণর জন্য উপকারী (Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 17, 2025, 4:11 PM IST

Updated : Jan 17, 2025, 5:27 PM IST

আজকের অস্বাস্থ্যকর জীবনযাত্রায়, ব্রণের সমস্যা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । সবচেয়ে বড় সমস্যা হল ব্রণর জন্য মুখে দীর্ঘ সময় ধরে একটি দাগ থেকে যায় যা দেখতে খুব খারাপ লাগে । তারজন্য ঘরোয়া কিছু পদ্ধতি মেনে চলা প্রয়োজন ৷

ব্রণ হওয়া স্বাভাবিক, কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন ব্রণ বাড়তে থাকে এবং প্রতিটি ব্রণ মুখে দাগ রেখে যায় । এই সমস্যাগুলি দূর করার জন্য যদি আপনি বিভিন্ন দামি পণ্য ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়ে থাকেন তাহলে কিছু ঘরোয়া উপায় ব্যবহার করা প্রয়োজন ৷ যা আপনার ত্বককে ব্রণ থেকে মুক্তি দিতে সাহায্য় করবে ৷

মধু (Freepik)

মধু ত্বকের জন্য উপকারী:ব্রণ দূর করতে মধু ব্যবহার করতে পারেন । এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ ৷ তাই এটি ত্বকের জন্য অনেক উপকারী । এরজন্য ব্রণর জায়গায় এক বা দুই ফোঁটা মধু লাগিয়ে সারারাত রেখে দিন ৷ সকালে ঘুম থেকে ওঠার পর এটি ধুয়ে ফেলুন ৷ এটি ব্রণ কম করতে সহায়তা করে ৷ এছাড়াও ব্রণ বৃদ্ধি রোধ করে ৷

বরফ ত্বকের জন্য় উপকারী (Freepik)

বরফ:মুখে বরফ লাগালে ব্রণর ব্যথা এবং ফোলাভাব থেকে মুক্তি পাওয়া যায় । এরজন্য আপনাকে বরফ একটি টিস্যুর ভিতরে নিতে হবে এবং তারপর মুখের সেই অংশে চাপ দিয়ে মাসাজ করা ভালো যেখানে ব্রণ আছে । এতে ব্যাকটেরিয়াও কমে যায় এবং মুখ ব্রণমুক্ত হয় ।

অ্যালোভেরা (Freepik)

অ্যালোভেরা:অ্যালোভেরার পাল্প এবং খোসা উভয়ই ব্রণ দূর করতে খুবই কার্যকরী । আপনি নিমের গুঁড়োর সঙ্গে এটি মিশিয়ে মুখে লাগাতে পারেন । এছাড়াও, মুখের যে অংশে ব্রণ বেশি সেখানে অ্যালোভেরার খোসা দিয়ে মাসাজ করলে ব্রণ কমতে সহায়তা করে ।

গ্রিন টি (Freepik)

গ্রিন টি:গ্রিন টি ত্বকের জন্যও খুবই উপকারী । গরম জলে ফুটিয়ে নিন এবং তারপর সেই জল ঠান্ডা করে মুখে স্প্রে করুন । এইভাবে ব্রণ কমতে শুরু করে এবং ত্বক ব্যাকটেরিয়া মুক্ত থাকে । একই সঙ্গে, গ্রিন টিতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলিও ব্রণের দাগ কম হয় ।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

Last Updated : Jan 17, 2025, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details