সাধারণত মিষ্টি নায়িকার চরিত্রেই দেখা যায় তাঁকে । ইন্দ্রাণী দত্তের কন্যা রাজনন্দিনী পাল ৷ টলিউডের উঠতি নায়িকাদের তালিকায় তিনি অন্যতম ৷ বিনোদনের ব্যস্ত দুনিয়াতে থেকেও ত্বকের যত্নে আপস করেন না ইন্দ্রাণী-কন্যা ৷ রূপচর্চার 'অ আ ক খ' মায়ের থেকে শিখলেও, তিনিও পটু হয়ে গিয়েছেন ৷ শরীরের যত্নে কী টিপস দিলেন তিনি ?
অভিনেত্রী বলেন, "আমার ত্বকে বেশ সমস্যা হয় ৷ কারণ আমার ত্বক অ্যালার্জিটিক ৷ আমার খাবার কোনও জিনিসে অ্যালার্জি নেই কিন্তু মেটাল, ডাস্ট এগুলো আমার জন্য ভীষণভাবে সমস্যা করে ৷ আমার সোনার গয়নাতে অ্যালার্জি হয় ৷ সোনার গয়নাতে নিকেল থাকে এরজন্য সোনাও পড়তে পারি না ৷ সেই নিকেল থেকে আমার সমস্যা হয় ৷ এছাড়াও আমার মেটাল ও অক্সিডাইস গয়নাতেও অ্যালার্জি আছে ৷ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার মেকআপে অ্যালার্জি আছে ৷ যারফলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে গয়না আর মেকআপে অ্যালার্জি থাকায় আমি একটা অদ্ভুত প্যাচে পড়েগিয়েছিলাম ৷ কিন্তু কাজ তো করতেই হবে ৷ অভিনেত্রী না হলেও মেকআপ আমাদের মেয়েদের পছন্দের সামগ্রী ৷ তারজন্য আমাকে ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে ধরাবাধা কয়েকটা ক্রিম আনতে হয়েছে ৷ ফলে 10, 11, 12 স্টেপের স্কিন কেয়ার রুটিন আমার নেই ৷ সবথেকে বড় বিষয় কাজ থেকে ফিরে আমার আর ইচ্ছাও করে না 10 টা জিনিস বার করে করে লাগাবো ৷ আমার ডার্মাটোলজিস্ট খুব সুন্দর একটা রুটিন করে দিয়েছেন যেখানে আমি শুধু ফেসওয়াস, মশ্চরাইজার, সানস্ক্রিন ব্যবহার করি ৷ চিকিৎসক সবসময় আমাকে বলে থাকেন, ভিতর থেকে বেশি পরিষ্কার থাকলে বাইরের ত্বক ততটাই ভালো থাকবে ৷"