ওয়াশিংটন, 25 জুন: অবশেষে বন্দিদশা কাটল ৷ ব্রিটেনের সংশোধনাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছেন তিনি ৷ এই শর্তেই তাঁকে মুক্তি দিল ব্রিটেনের আদালত ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা সংশোধনাগার থেরে বেরিয়ে ব্রিটেন ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ৷ বুধবার আমেরিকার স্থানীয় সময়ে সকালে জুলিয়ান অ্যাসাঞ্জকে সে দেশের আদালতে পেশ করা হবে ৷ তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে ৷
ব্রিটেনের সঙ্গে আমেরিকার বোঝাপড়া অনযায়ী, জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর অপরাধ স্বীকার করে নেবেন ৷ এর পরিরর্তে তাঁকে আর সংশোধনাগারে কাটাতে হবে না । গুপ্তচির বৃদ্ধি আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করে নিলে আমেরিকার আদালত জুলিয়ান অ্যাসাঞ্জকে 62 মাসের সাজা দিতে পারে ৷ কিন্তু তিনি ইতিমধ্যে পাঁচ বছর ব্রিটেনের সংশোধনাগারে বন্দি ছিলেন ৷ এর ফলে তিনি পুরোপুরি সাজামুক্ত হয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷