লন্ডন, 5 জুলাই: 14 বছরের কনজারভেটিভ সরকারের পতন হল ব্রিটেনে ৷ এই সময়ের মধ্যে সেখানকার সরকার চালিয়েছেন পাঁচজন প্রধানমন্ত্রী ৷ এবার লেবার পার্টি ক্ষমতায় আসতে চলেছে সেখানে ৷ প্রধানমন্ত্রী হতে চলেছেন স্যার কিয়ের স্টারমার ৷ ফলে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে এই লেবার নেতাকে ঘিরে ৷ সকলেই জানতে চাইছেন তাঁর সম্পর্কে ৷ তাই জেনে নেওয়া যাক ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী সম্পর্কে ৷
কিয়ের স্টারমার একজন আইনজীবী ৷ তিনি 2008 থেকে 2013 পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন ৷ তাঁকে বিরোধীরা কটাক্ষ করে বলে ‘লেফটি লন্ডন লইয়ার’ (লন্ডনের বাঁহাতি আইনজীবী) ৷ ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য 2014 সালে তাঁকে নাইট উপাধি দেওয়া হয় ৷ যা নিয়েও বিরোধীরা তাঁকে কটাক্ষ করে ৷ ‘স্যার’ হওয়ায় তিনি সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকেন বলেও অভিযোগ করে বিরোধীরা ৷
যদিও তাঁর পুরো কর্মজীবন ছিল, যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা নিয়ে । একজন মানবাধিকার আইনজীবী হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত লোকদের প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে গুড ফ্রাইডে চুক্তির প্রেক্ষিতে উত্তর আয়ারল্যান্ড পুলিশ বোর্ড গঠনে কাজ করা, প্রধান প্রসিকিউটর হিসেবে ভিকটিমদের জন্য আইনকে কার্যকর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি ।
1963 সালে জন্ম কিয়ের স্টারমারের ৷ সারের ছোট্ট শহর অক্সটেডে তিনি বড় হয়েছেন ৷ তাঁর বাবা একটি টুলমেকার কারখানায় কাজ করতেন ৷ তাঁর মা ছিলেন নার্স ৷ ছোট থেকেই তাঁর মাকে কিয়ের অসুস্থ অবস্থায় দেখেছেন ৷ হাসপাতালে ভরতি হলে তাঁর মায়ের পাশে সর্বদা বাবাকে থাকতে দেখেছেন কিয়ের ৷
স্টারমারের জীবনীগ্রন্থের নাম ‘কিয়ের স্টারমার: দ্য় বায়োগ্রাফি’ ৷ লিখেছেন টম ব্ল্যাডউইন ৷ তিনি জানিয়েছেন, কিয়ের নামের জন্য স্টারমারকে অনেকের কাছে কটাক্ষ শুনতে হত ৷ কারণ, আইরিস বা গ্যালিক ভাষায় স্টারমারের অর্থ ব্রুডিং বা অন্ধকার ৷ যদিও তাঁর নাম রাখা হয়েছিল কিয়ের হার্ডির নাম থেকে ৷ কিয়ের হার্ডি ছিলেন উনিশ শতকের স্কটিশ শ্রমিক নেতা ৷ 1900 সালে হার্ডি লেবার পার্টি তৈরি করেন ৷ 124 বছর পর সেই লেবার পার্টির নেতা হিসেবে স্টারমার বসতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে ৷