পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাইডেনের ভক্ত, ইউক্রেন সমর্থক ! ট্রাম্পের উপর হামলা চালানো কে এই রায়ান রুথ ? - Trump Assassination Attempt - TRUMP ASSASSINATION ATTEMPT

Man Arrested for Assassination Attempt on Trump: ইউক্রেনের যুদ্ধের জন্য অনুদান সংগ্রহ, সোশাল মিডিয়ায় ডেমোক্র্য়াটদের হয়ে প্রচার ৷ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালানো কে এই ব্য়ক্তি ?

Man Arrested for Assassination Attempt on Trump
ট্রাম্পের উপর হামলা চালান কে ? (ইটিভি ভারত)

By PTI

Published : Sep 16, 2024, 11:18 AM IST

Updated : Sep 16, 2024, 12:16 PM IST

ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টদের হাতে ধরা পড়ে যান রায়ান ওয়েসলি রুথ ৷ কিন্তু ট্রাম্পের উপর হামলার কারণ কী তাঁর ? কে এই রায়ান রুথ ? রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর ফের গুলি চালানোর ঘটনায় এই প্রশ্নই ঘুরছে ট্রাম্প সমর্থকদের মনে ৷

ঘটনার তদন্ত চলছে বলে এই প্রশ্নের কোনও জবাব মার্কিন গোয়েন্দা সংস্থার তরফে পাওয়া যায়নি ৷ তবে রেকর্ড বলছে, 58 বছর বয়সি রায়ান রুথ উত্তর ক্যারোলিনার বাসিন্দা ৷ 2018 সালে হাওয়াইয়ের কাওয়া এলাকায় চলে যান তিনি ৷ সেখানে ছেলের সঙ্গে একটি ব্যবসা শুরু করেন ৷ রাজনীতিতে বহুদিন ধরে তাঁর আগ্রহ ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মাঝে-মধ্যেই সোশাল মিডিয়ায় নিজের মতামত পোস্ট করেন রায়ান ৷ শুধু তাই নয়, যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের জন্য অনুদানও চান তিনি ৷ সেই সঙ্গে, ইউক্রেনের হয়ে যুদ্ধ করার জন্য লোক নিয়োগের চেষ্টাও করেছেন রায়ান ৷

2020 সালে পুলিশের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ তোলেন রুথ ৷ এমনকী, বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য় করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছিলেন তিনি ৷ সেই বছরই, হাওয়াইয়ে প্রেসিডেনসিয়াল প্রচারের জন্য ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি তুলসি গ্যাবার্ডের সমর্থনেও পোস্ট করেছিলেন রুথ ৷

শেষ কয়েক বছরে সোশাল মিডিয়ার পোস্টে ট্রাম্পের বিরুদ্ধে তাঁর প্রবল তিক্ততা ফুটে ওঠে ৷ বরং, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন বেড়ে যায় ৷ জুলাই মাসে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার পর ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার জন্য হ্যারিস ও বাইডেনকে আর্জিও জানান তিনি ৷ এছাড়াও, ডেমোক্র্য়াটদের জন্য রাজনৈতিক তহবিলে 19 বার অর্থ প্রদানও করেছেন রুথ ৷

2002 সালে উত্তর ক্যারোলিনার গ্রিনসবোরোতে থাকাকালীন অস্ত্র আইনে রুথকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে খুব বেশি তথ্য নেই ৷ তবে বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যবসার আড়ালে বেআইনি অস্ত্রের কারবার শুরু করেছিলেন রুথ ৷ পুলিশের নজরে আসতেই পালানোর চেষ্টা করেন তিনি ৷ অবশেষে ট্রাফিক পুলিশের হাতে গ্রেফতার হন ৷ প্রসঙ্গত, ট্রাম্পের উপর হামলার পরই স্পষ্ট বার্তা দিয়েছেন বাইডেন ও হ্য়ারিস ৷ তাঁদের উভয়ের সাফ বক্তব্য, রাজনৈতিক হিংসাকে কোনও ভাবেই প্রশয় দেওয়া হবে না ৷ এদিকে, রায়ানের পরিচয় প্রকাশ্যে আসার পর তাঁর রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া গিয়েছে ৷

Last Updated : Sep 16, 2024, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details