পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইরানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট - Iran Israel Conflict - IRAN ISRAEL CONFLICT

Israeli War Cabinet: ইরানের হামলার যোগ্য জবাব দিতে চায়ছে ইজরায়েলের ওয়ার ক্যাবিনেট ৷ যদিও তাঁদের সেই প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওব গালান্ত, আইডিএফ প্রধান হেরজি হালেভি এবং মন্ত্রীসভার বাকিরা ৷ তাঁরা জানান, হামলার জন্য এখনও সঠিক সময় আসেনি ৷

Israeli War Cabinet
ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 1:00 PM IST

তেল আভিভ, 15 এপ্রিল: যুদ্ধের জন্য প্রস্তুত, সংঘর্ষ শুরুর আগে সাফ জানিয়েছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স ৷ এবার সে পথেই হাঁটতে চায়ছে ইজরায়েলের ওয়ার ক্যাবিনেট ৷ ইরানের হামলার যোগ্য জবাব দিতে চায়ছে তারা ৷ যদিও এই হামলা কখন করা হবে, তা এখনও ঠিক করা হয়নি ৷ হামলার তীব্রতা সম্পর্কেও পরিকল্পনা করা হয়নি এখনও ৷

স্থানীয় সময় রবিবার ভোরে ইজরায়েলের উপর অতর্কিত হামলা করে ইরান ৷ প্রায় 350টি ব্য়ালিস্টিক মিসাইল, ক্রজ মিসাইল এবং ড্রোন হামলা চালায় তারা ৷ আইডিএফ-এর তথ্য় অনুযায়ি, হামলার 99 শতাংশ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে ইজরায়েল ৷ কিন্তু এবার পাল্টা আক্রমণ করতে চায়ছে ওয়ার ক্য়াবিনেট ৷ ইরানীয় হামলার 24 ঘণ্টার মধ্যেই ক্যাবিনেটের মন্ত্রী বেনি গ্য়ানজ় এবং ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা গাদি এইসেনকোট পাল্টা হামলার প্রস্তাব দেন ৷

যদিও তাঁদের সেই প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওব গালান্ত, আইডিএফ প্রধান হেরজি হালেভি এবং মন্ত্রীসভার বাকিরা ৷ তাঁরা জানান, হামলার জন্য এখনও সঠিক সময় আসেনি ৷ বিশেষজ্ঞ মহলের দাবি, হামাস হামলার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি নেতানিয়াহুর সরকার ৷ সেকারণে ইরানকে জবাব দেওয়ার আগে সব কিছু বিচার বিবেচনা করে নিতে চায়ছে ইজরায়েল সরকার ৷

সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ৷ রবিবার পাল্টা আক্রমণ না করলেও ইরানীয়দের যথেষ্ট ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইডিএফ ৷ বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ় তাঁদের পাশে থাকার জন্য় ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্য়ামেরন এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী স্টিফেন সেজোর্নকে ধন্য়বাদ জানিয়েছেন ৷ সেইসঙ্গে ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 'কৌশলগত চুক্তি'র কথাও উঠে এসেছে তাঁর বক্তব্য়ে ৷ সব মিলিয়ে মধ্য়প্রাচ্য়ের উত্তেজনাকে প্রশমিত করতে ব্য়স্ত পশ্চিমী দেশগুলি ৷ এই অবস্থায় ওয়ার ক্যাবিনেট চাইলেও পাল্টা আক্রমণে এখনই যেতে চায়ছে না ইজরায়েল সরকার ৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details