মস্কো, 18 মার্চ: নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট পদে বসার দিকে এগিয়ে ভ্লাদিমির পুতিন ৷ সোমবার সকালের দিকে ভোট গণনার যা ফলাফল এসেছে, তা থেকেই স্পষ্ট যে আরও ছ’বছর রাশিয়ার কর্তৃত্ব থাকবে পুতিনের উপরই ৷ রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে মোট ভোটের 98 শতাংশ ভোট গণনা হয়েছে ৷ তার মধ্যে 87 শতাংশ ভোট পুতিন ৷
যদিও রাশিয়ার প্রেসিডেনসিয়াল ইলেকশন নিয়ে সেদেশের বিরোধীদের অনেক অভিযোগ রয়েছে ৷ কিন্তু সেসব গুরুত্ব দিতে নারাজ পুতিন ৷ এই জয় তাঁর প্রতি রাশিয়ার মানুষের বিশ্বাস ও আশার ফলাফল বলেই জানিয়েছেন তিনি ৷ রবিবার নির্বাচন হয় রাশিয়ায় ৷ বহু মানুষকে ভোট দেওয়ার জন্য বুথের বাইরে লাইনে দাঁড়াতে দেখা যায় ৷ যেহেতু এই ভোট নিয়ে ক্ষোভ ছিল মানুষের মধ্যে ৷ তাই অনেকেই মনে করেছিলেন যে পুতিনের বিপক্ষেই ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন রাশিয়ার নাগরিকরা ৷
তবে জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন পুতিন ৷ রবিবার ভোট শেষ হওয়ার পর তিনি বলেন, “অবশ্যই, আমাদের সামনে অনেক কাজ আছে । কিন্তু আমি প্রত্যেকের জন্য এটা পরিষ্কার করতে চাই, যখন আমরা একত্রিত হয়েছিলাম, তখন কেউ আমাদের ভয় দেখাতে পারেনি, আমাদের ইচ্ছা ও আমাদের বিবেককে দমন করতে পারেনি । তারা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে ।”
পাশাপাশি বিরোধীদের এই ভোট দেওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন পুতিন ৷ তিনি বলেন, “দুপুরে ভোট দিতে আসার ডাক ছিল । আর এটা বিরোধিতার বহিঃপ্রকাশ হওয়ার কথা ছিল । ঠিক আছে, যদি ভোট দেওয়ার জন্য ডাক আসে, তবে ... আমি এর প্রশংসা করি ৷"