ওয়াশিংটন, 10 জানুয়ারি: আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগেই বড় বিপদের মুখে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ৷ পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা পেতে পারেন তিনি ৷ মামলা স্থগিত করার তাঁর চূড়ান্ত আবেদন খারিজ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷ 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন আগে আদালতের এই রায়ে চিন্তিত ট্রাম্প ও তাঁর সমর্থকরা ৷
পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 10 জানুয়ারি অর্থাৎ আজ ট্রাম্পকে সাজা শোনাতে চলেছেন বিচারক ৷ তার আগে মামলাটি জরুরি ভিত্তিতে স্থগিতের আরজি জানান আমেরিকার 'হবু প্রেসিডেন্ট' ৷ কিন্তু, বৃহস্পতিবার সেই আরজি খারিজ করে দেন মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি অ্য়ামি কোনি ব্য়ারেট ৷ সংখ্যাগরিষ্ঠতদের দাবি, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে 10 তারিখের রায়ের কোনও প্রভাব পড়বে না ৷ কারণ, বিচারক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারদণ্ডের কোনও সম্ভাবনা নেই ৷ এমনকী, জরিমানাও কোনও সম্ভাবনা নেই ট্রাম্পের ৷