দামাস্কাস, 9 ডিসেম্বর: দীর্ঘ 5 দশকের ক্ষমতার অবসান ৷ হায়াত তাহিরির আল শ্যাম (HTS) সংগঠনের বিদ্রোহীদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৷ রবিবার রাতে সপরিবারে দেশ ছাড়েন তিনি ৷ তবে গন্তব্য ছিল অজানা ৷ অবশেষে জানা গেল তাঁর ঠিকানা ৷
রুশ সংবাদমাধ্যমের দাবি, আপাতত মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার ৷ দুর্দিনে দীর্ঘদিনের 'বন্ধু'কে সাহায্য করতে দ্বিধাবোধ করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মানবিক কারণে সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়া হয়েছে বলে দাবি সেই দেশের সংবাদমাধ্যমের ৷
রুশ সংবাদমাধ্যমের দাবি, বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখেছে মস্কো ৷ সিরিয়ায় অবস্থিত রুশ সেনাঘাঁটি ও দূতাবাস সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছে বিদ্রোহীরা ৷ মস্কোর দাবি, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পরই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার ৷ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্যই এই পদক্ষেপ বলে জানায় মস্কো ৷
দীর্ঘ প্রায় 14 বছরের গৃহযুদ্ধের পর রাজধানী দামাস্কাস এখন আবু মহম্মদ আল-জোলানির নেতৃত্বাধীন সংগঠন তাহিরির আল শ্যামের দখলে ৷ রাস্তায় রাস্তায় বড় গাড়ি নিয়ে যুদ্ধ জয়ের উল্লাস করছে সশস্ত্র বিদ্রোহীরা ৷ মাঝেমধ্যে শোনা যাচ্ছে গুলির আওয়াজ, চারিদিকে বারুদের গন্ধ ৷ এদিকে, রাতারাতি সিরিয়ার এই রাজনৈতিক পরিবর্তনে চিন্তিত পশ্চিমী দেশগুলি ৷
বাশার ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া ও তার সমর্থক রাশিয়া, ইরান ও হিজবুল্লার ক্ষমতাকে দুর্বল করে তোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর জোটসঙ্গীদের ধন্যবাদ জানান ৷ সেই সঙ্গে, সেদেশের এই পরিবর্তন নিয়েও চিন্তাও প্রকাশ করেন ৷ তাঁর কথায়, "বর্তমান পরিস্থিতি বেশ অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ ৷ বিদ্রোহীরা এই মুহূর্তে সঠিক পথে চললেও, তাদের উপর সর্বদা নজর রেখে চলেছে মার্কিন প্রশাসন ৷"
প্রথম 2011 সালে আসাদ সরকারের বিরুদ্ধে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় । আনন্দল পরবর্তীতে গৃহযুদ্ধের রূপ নেয় ৷ সেই সময় অবশ্য রাশিয়া, ইরান ও হেজবুল্লার সাহায্য়ে সেই আন্দোলন দমিয়ে দেন সিরিয়ার প্রেসিডেন্ট ৷ শুধু তাই নয়, রুশ সেনার মদতে বিদ্রোহীদের দখলে চলে যাওয়া প্রতিটি প্রদেশের ক্ষমতা একে একে ফিরে পেতে থাকে সিরিয়ার সেনা ৷ দীর্ঘ এক বছর পর দেশের শাসন ব্যবস্থা ফের নিজের হাতে তুলে নেন বাশার আল-আসাদ ৷ সেই থেকে অশান্তির সূত্রপাত ৷
বিগত প্রায় চার বছর ধরে (2020 সাল থেকে) ইদলিব প্রদেশের একটি অংশ থেকে সিরিয়া দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা ৷ গত সপ্তাহে দেশের উত্তর-পশ্চিম দিকে থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনার উপর অতর্কিত হামলা চালায় কট্টরপন্থী বিদ্রোহীরা ৷ একের পর এক প্রদেশ দখল করতে থাকে তারা ৷ এর ফলে সেই দেশে গৃহযুদ্ধ শুরু হয় ৷ গত 27 নভেম্বর থেকে একে একে হামা, আলেপ্পো ও হোমস দখল করে নেয় বিদ্রোহীরা ৷ এরপর দামাস্কাস দখলের পথে এগিয়ে আসে তারা ৷ অবশেষে রবিবার সকালে রাজধানী শহরে ঢুকে স্বাধীন সিরিয়া বলে ঘোষণা করেন হায়াত তাহিরির আল শ্যাম (HTS) এর প্রধান আবু মহম্মদ আল-জোলানি ৷