পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রেলস্টেশন ! পাকিস্তানে মৃত অন্তত 24, আহত বহু - BLAST IN PAKISTAN

পাকিস্তানের কোয়েটা স্টেশনে তখন যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন ৷ ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে আচমকা বিস্ফোরণ ! এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 24 জনের ৷

BLAST IN PAKISTAN
ফাইল ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 2:28 PM IST

কোয়েটা, 9 নভেম্বর: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলবালুচিস্তানের কোয়েটা রেলস্টেশন ! শনিবার এই স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রায় 46 জন ৷ পাকিস্তানের জিও নিউজের তরফে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মঘাতী বিস্ফোরণ।

রেলওয়ে কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে, শনিবার জাফর এক্সপ্রেসের সকাল 9টা নাগাদ পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ৷ বিস্ফোরণের সময় ট্রেনটি তখনও প্ল্যাটফর্মে আসেনি। তাই স্টেশনে ঠাসা ভিড় ছিল ৷ ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছনোর ঠিক আগেই স্টেশনে এই বিস্ফোরণ ঘটে ৷ কোয়েটা স্টেশনের এই বিস্ফোরণের একাধিক ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ কোয়েটার বিভাগীয় আধিকারিক কমিশনার হামজা শাফকাত জানান, এটি একটি আত্মঘাতী হামলা ৷ এই বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে। অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

তিনি আরও জানান, আত্মঘাতী বোমা হামলাকারী একটি ব্যাগ নিয়ে স্টেশনে প্রবেশ করেছিল। কারও যখন কোনও হামলাই উদ্দেশ্য থাকে তখন তাকে থামানো কঠিন ৷ জঙ্গি সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) কোয়েটার এই ভয়াবহ ঘটনার দায় স্বীকার করেছেন ৷ বিএলএ-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দায় স্বীকার করে একটি বিবৃতি শেয়ার করেছে।

কোয়েটার এসএসপি মহম্মদ বালোচ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় স্টেশনে কমপক্ষে 100 জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন বম্ব স্কোয়াডের সদস্যেরা। রয়েছে পুলিশ এবং অন্য বাহিনীও। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালুচিস্তানে মাস্তুং জেলায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ একটি বালিকা বিদ্যালয় এবং একটি হাসপাতালের কাছে ওই বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিশু-সহ 8 জনের মৃত্যু হয় ৷ এরপর আবারও হামলা হল বালুচিস্তানে।

শালতোড়ায় বাইক বিস্ফোরণে মৃত্যু 1 ব্যক্তির, ডিনামাইট বহনের অভিযোগ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details