ওয়াশিংটন, 14 মে:সোমবার সকালে হোয়াইট হাউসে বাজল 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' ৷ হোয়াইট হাউসের মেরিন ব্যান্ড ভারতীয় দেশভক্তির এই গানটি বাজায় ৷ উল্লেখ্য, আজ হোয়াইট হাউসে বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপন করা হয়েছে ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে অসংখ্য এশিয়ান আমেরিকান উপস্থিত ছিলেন ৷ তাঁদের সম্ভাষণ জানাতে এই গান বাজানো হয় ৷
তবে, একবার নয় ৷ দু’বার এশিয়ান আমেরিকানদের অনুরোধে গানটি মেরিন ব্যান্ডের তরফে বাজানো হয় ৷ বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপনের জন্য প্রেসিডেন্ট এই সকল এশিয়ান আমেরিকানদের আমন্ত্রণ জানিয়েছিলেন ৷
ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটির নেতা অজয় জইন ভুতোরিয়া সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এদিন এএএনএইচপিআই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এই অনুষ্ঠানের সেরা অংশ ছিল, আমি যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলাম তখন ৷ মিউজিশিয়ানরা 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' গানটি বাজিয়ে আমাকে অভ্যর্থনা জানান ৷"