পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতীয় সেনা নিয়ে মুইজ্জুর দাবি মিথ্যা, বললেন মলদ্বীপের প্রাক্তন অর্থমন্ত্রী - Maldives Row

President Mohamed Muizzu's Claims A Lie: সম্প্রতি মলদ্বীপে প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু দাবি করেছেন, সেদেশে কয়েক হাজার সশস্ত্রবাহিনী মোতায়েন করে রেখেছে ভারত সরকার ৷ মুইজ্জুর সেই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করলেন মলদ্বীপের প্রাক্তন অর্থমন্ত্রী আবদুল্লা শাহিদ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 11:34 AM IST

মালে, 26 ফেব্রুয়ারি: মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দাবি মিথ্যে বলে জানালেন সেদেশে প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ ৷ সম্প্রতি মুইজ্জু দাবি করেছেন, ভারত তাদের দেশে সেনার কয়েক হাজার সশস্ত্রবাহিনী এখনও মোতায়েন করে রেখেছে ৷ মুইজ্জুর সেই দাবিকেই এবার 'আরও একটি মিথ্যা' বলে উল্লেখ করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী ৷ তাঁর মতে, কোনও বিদেশি সেনার সশস্ত্রবাহিনী তাদের দেশে নেই ৷

মলদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আবদুল্লা শাহিদ তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "100 দিন হল, আর এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট মুইজ্জুর 'কয়েক হাজার ভারতীয় সেনার' উপস্থিতির দাবি অনেকগুলি মিথ্যার মধ্যে একটা ৷ সুনির্দিষ্ট সংখ্যা প্রদান করতে না পারার অক্ষমতা থেকে এই কথাগুলি বলছে বর্তমান প্রশাসন ৷ দেশে বিদেশি সেনার কোনও সশস্ত্রবাহিনী নেই ৷" তিনি এও উল্লেখ করেন, স্বচ্ছতা আবশ্যক ও সত্যিটা সামনে আনতে হবে ৷

তিনি বলেন, "স্বচ্ছতা বজায় রাখা আবশ্যক এবং সত্যি অবশ্যই সামনে আসা উচিত ৷" উল্লেখ্য, মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা প্রধান উদ্দেশ্য ছিল মুইজ্জুর দলের ৷ এই মুহূর্তে মলদ্বীপে 70 জন ভারতীয় সেনা রয়েছে ৷ সঙ্গে ডরনিয়ার 228 সামুদ্রিক টহলদারি বিমান ও দু’টি হ্যাল ধ্রুব হেলিকপ্টার রয়েছে ওই দ্বীপ রাষ্ট্রে ৷ আর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনে মুইজ্জু সরকারিভাবে ভারতকে মলদ্বীপ থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন ৷ এরপর গতবছর মুইজ্জু দাবি করেন, ভারত সরকারের সঙ্গে কথা হওয়ার পর সেনাবাহিনী প্রত্যাহার জন্য একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে ৷

মলদ্বীপের প্রেসিডেন্ট এও দাবি করেছিলেন যে, ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে কূটনৈতিক আলাপ-আলোচনা জারি রয়েছে ৷ কবে, কোথা থেকে বাহিনী প্রত্যাহার করা হবে, সে নিয়েও বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন মহম্মদ মুইজ্জু ৷ তিনি জানিয়েছিলেন, 2024 সালের 10 মার্চের মধ্যে তিনটি অ্যাভিয়েশন প্ল্যাটফর্মের একটি থেকে ভারত সেনা সরিয়ে নেবে ৷ বাকি দু’টি অ্যাভিয়েশন থেকে 2024 সালের 10 মে-র আগে সেনাবাহিনীর সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে ভারত ৷ কিন্তু, ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, মলদ্বীপের বিমান চলাচলের প্ল্যাটফর্মগুলিতে প্রযুক্তির দিক থেকে দক্ষ ভারতীয় সদস্যদের মোতায়েন করা হবে, সামরিক কর্মীদের বদলে ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় বিমানে 'না', বিনা চিকিৎসায় কিশোরের মৃত্যুতে কাঠগড়ায় মলদ্বীপের প্রেসিডেন্ট
  2. সেনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়ার পর মলদ্বীপকে পালটা নয়াদিল্লির
  3. মুক্ত-সুরক্ষিত-সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সঙ্গী মালদ্বীপ: আমেরিকা

ABOUT THE AUTHOR

...view details