পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জি20 বৈঠকে যোগ দিতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি - NARENDRA MODI IN RIO DE JANEIRO

এবারের জি20 সম্মেলনের আসর বসেছে ব্রাজিলে ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য নাইজেরিয়ার সফর শেষে সোমবার ব্রাজিলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM NARENDRA MODI
ব্রাজিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (এক্স হ্যান্ডেল (প্রধানমন্ত্রী))

By PTI

Published : Nov 18, 2024, 8:12 AM IST

রিও ডি জেনেইরো, 18 নভেম্বর: জি20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবার ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তাঁকে রিও ডি জেনেইরোর বিমানবন্দরে স্বাগত জানান ব্রাজিলে ভারতীয় রাষ্ট্রদূত সুরেশ রেড্ডি-সহ বাকি কূটনীতিকরা ৷

ব্রাজিলে পৌঁছে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদি ৷ লেখেন, "জি20 বৈঠকে যোগ দেওয়ার জন্য ব্রাজিলে পৌঁছে গিয়েছি ৷ আশাকরি, বিভিন্ন রাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচন সফল হবে ৷" তাঁর এই সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফেও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ৷

এদিন, বিমানবন্দর থেকে বেরানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ব্রাজিলে বসবাসকারী ভারতীয়রা ৷ তাদের অভ্যর্থনায় আপ্লুত হয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদি ৷

গত বছর জি20 সম্মেলনের আসর বসেছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৷ এবারের বিশেষ এই বৈঠকের আয়োজক দেশ হল ব্রাজিল ৷ সেই দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে 18-19 নভেম্বর বৈঠকে সামিল হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ 19তম জি20 সম্মেলনে 'ত্রয়িকার' সদস্য হিসেবে বৈঠকে যোগদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য, ভারতের পাশাপাশি 'ত্রয়িকা'র সদস্য দেশ হল ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ৷ মোদির পাশাপাশি জি20 বৈঠকে উপস্থিত থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

শুধু ব্রাজিল নয়, 5 দিনের সফরে নাইজেরিয়া ও গুয়ানাতেও সফর করবেন মোদি ৷ ইতিমধ্যেই, সফরের প্রথম ধাপে নাইজেরিয়ার সফর সেরে ফেলেছেন তিনি ৷ প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর ৷ সেখানে তাঁকে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান 'দ্য গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজেরিয়া'-য় (জিসিওএন) ভূষিত করা হয় ৷ আবুজায় প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু নিজে হাতে তাঁকে সেই সম্মান পরিয়ে দেন ৷ দীর্ঘ 17 বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রনেতা সে দেশে পা রাখলেন ৷

ব্রাজিলের বৈঠক শেষ করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গায়ানার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে 19 থেকে 21 নভেম্বর পর্যন্ত থাকবেন তিনি ৷ প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে তাঁর এই সফর বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ উল্লেখ্য দীর্ঘ 50 বছরে এই প্রথম গায়ানা সফরে যাবেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ৷

পড়ুন:প্রধানমন্ত্রীর হাতে আবুজার চাবিকাঠি, নাইজেরিয়ায় মোদিকে বিশেষ সম্মান

ABOUT THE AUTHOR

...view details