পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ব্রাজিলের জনবহুল এলাকায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু সমস্ত যাত্রীর; দেখুন ভিডিয়ো - Brazil Plane Crash - BRAZIL PLANE CRASH

Plane Crash in Brazil: ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ 4 জন ক্রু সদস্য-সহ 62 জন যাত্রী মৃত্যুর আশঙ্কা ছিল ৷ পরে এয়ারলাইনের তরফ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে এবং সংখ্যাটা 61 জন ৷

Plane Crash in Brazil News
ব্রাজিলে বিমান দুর্ঘটনা (এপি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 6:48 AM IST

Updated : Aug 10, 2024, 11:07 AM IST

সাও পাওলো (ব্রাজিল), 10 অগস্ট: ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ সাও পাওলো’র একটি শহরের জনবহুল এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ৷ প্রাথমিকভাবে হতাহতের খবর সঠিকভাবে না-পাওয়া গেলেও শুক্রবারে ওই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা সমস্ত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল ৷ এবার এয়ারলাইনের তরফ থেকে জানানো হল, বিমানে থাকা 61 জনই মারা গিয়েছেন ৷

এয়ারলাইন ভোয়েপাস সূত্রে খবর, বিমানটিতে 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন ৷ সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দর গুয়ারুলহোসে নামার কথা ছিল এয়ারবাসটির ৷ তার আগেই ভিনদেহো শহরে ভেঙে পড়ে বিমানটি ৷ একটি অনুষ্ঠানে সেদেশের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই ঘটনার কথা জানান । তিনি বলেন, সরকার ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে ফায়ার ফাইটার, মিলিটারি পুলিশ এবং সিভিল ডিফেন্স অথরিটির দল পাঠিয়েছে ৷ তারা উদ্ধারকাজ শুরু করেছে ৷

ভেঙে পড়া বিমানের যাত্রাপথ (এপি)

ব্রাজিলের টেলিভিশন নেটওয়ার্ক গ্লোবোনিউজ জানিয়েছে, কাসকাভেল থেকে ছেড়েছিল বিমানটি ৷ গন্তব্য ছিল সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দর গুয়ারুলহোস ৷ সম্ভবত এটিআর-72 এয়ারবাসটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় ৷ তারপরেই বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট ৷ অন্যদিকে, সমাজমাধ্যমে বিমান দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ গ্লোবোনিউজের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে পড়ছে ৷ খানিক পরেই তা মাটিতে আছড়ে পড়ে ৷

2023 সালের জানুয়ারির পরে এটিই বিশ্বের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা ৷ শেষবার নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় 72 জন প্রাণ হারান ৷ ঘটনাচক্রে সেই বিমানটিও একটি এটিআর-72 ছিল, ওই ঘটনায় পাইলটের ত্রুটিকে দায়ী করা হয়েছিল ।

Last Updated : Aug 10, 2024, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details