স্টকহোম, 7 অক্টোবর: জিন সংক্রান্ত গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন আমেরিকার দুই অধ্যাপক-গবেষক ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন । তাঁরা মাইক্রো আরএনএ আবিস্কার করেছেন । নোবেল কমিটির তরফে পুরস্কার বাবদ দু'জনই 1 মিলিয়ান মার্কিন ডলার পেতে চলেছেন।
জিন কীভাবে আচরণ করবে এবং তা থেকে কী পরিমাণে প্রোটিন উৎপন্ন হবে, তা নিয়ন্ত্রণ করাই মাইক্রো আরএনএ-র কাজ। নোবেল কমিটি মনে করেছে, শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপ বুঝতে সাহায্য করবে এই গবেষণা। জিনের আচরণ অনুধাবন করতে পারলে শরীরের রোগ নিরাময় সহজ হয় বলেই মনে করেন গবেষকরা।
নোবেল কমিটির মহাসচিব থমাস পার্লম্যান জানান, আম্ব্রোস এখন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক। দীর্ঘদিনের গবেষণাই তাঁকে পুরস্কার এনে দিয়েছে। অন্যদিকে, রুভকুন পড়ান হার্ভাডের মেডিক্যাল স্কুলে। মাস্যাচুসেটসের মেডিক্যাল স্কুল এবং হার্ভাড মেডিক্যাল স্কুলে গবেষণা করেছেন তিনি । দু'জনের গবেষণার বিভিন্ন দিক খতিয়ে দেখেছ কমিটি। শেষমেশ তাঁদের চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নাম ঘোষণার আগে রুভকুনের সঙ্গে মোবাইলে কথা হয়েছে বলেও জানান পার্লম্যান। তিনি জানান, ফোনে রুভকুনের সঙ্গে কথা বলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। সে সময় তিনি কোনও একটি কাজে ব্যস্ত ছিলেন। শেষমেশ যখন তিনি ফোনে কথা বলতে শুরু করেন তখন তাঁর গলায় ছিল একরাশ ক্লান্তি । তবে নোবেল পাওয়ার খবর শুনে স্বভাবতই উৎফুল্ল হয়ে ওঠেন রুভকন ।
গত বছর এই বিভাগে নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান কাতালাইন কারিক এবং মার্কিন মুলুকের বাসিন্দা বিজ্ঞানী ড্রিউ উুইসম্যান । করোনার ভ্যাকসিন কীভাবে তৈরি হল সে সংক্রান্ত গবেষণা করেই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন এই দু'জন। এবার জিন সংক্রান্ত গবেষণা করে নোবেল পেলেন আমেরিকার দুই গবেষক ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুভকুন । এই বিভাগ দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হল । এরপর মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি।