ঢাকা, 13 অগস্ট: খুনের মামলা রুজু হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৷ গত জুলাই মাসে দেশে ছাত্র আন্দোলনের জেরে বহু মানুষের মৃত্যু হয় ৷ এরপর 5 অগস্ট মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা ৷ মঙ্গলবার বাংলাদেশের একটি আদালত দেশছাড়া হাসিনা-সহ দেশের সাতজন উচ্চস্তরীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে ৷
বাংলাদেশের আইন অনুযায়ী প্রথম ধাপে শেখ হাসিনার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে ৷ মামলাকারী পক্ষের আইনজীবী মামুন মিঞা জানিয়েছেন, শেখ হাসিনা ও ছ'জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে ৷ ঢাকা মেট্রোপলিটন কোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করতে হবে ৷
আইনজীবী মামুন মিঞা আদালতে হাসিনা মন্ত্রিসভার প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এবং আওয়ামী লীগের সাধারণ সচিব ওবাইদুল কুয়াদারের নামেও মামলা দায়ের করেছেন ৷ এছাড়া চারজন শীর্ষ পুলিশ আধিকারিক, যাঁদের শেখ হাসিনা তাঁর শাসনকালে নিযুক্ত করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও এই মামলা দায়ের করা হয়েছে ৷ ওই আধিকারিকরা সবাই তাঁদের পদে ইস্তফা দিয়েছেন ৷ এঁদের মধ্যে অন্যতম পুলিশ ইনস্পেক্টর জেনারেল চৌধরী আবদুল্লাহ আল-মামুন ৷
ফৌজদারি মামলার তদন্তে নাম রয়েছে গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক হাবিবুর রহমান এবং বিপ্লব কুমার সরকার ৷
জুলাই মাসে বাংলাদেশের সর্বত্র কোটা বিরোধী ছাত্র আন্দোলন হয় ৷ এই আন্দোলনের চাপে 5 অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন ৷ 8 অগস্ট দেশে নতুন অন্তর্বর্তী মন্ত্রিসভা শপথ নেয়, যাঁর নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস ৷ এরপরই এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনের বিরুদ্ধে মামলা দায়ের হল ৷