নয়াদিল্লি, 4 অক্টোবর:সোমবার থেকে পাঁচ দিনের ভারত সফরে আসছেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু ৷ গত বছরের নভেম্বর থেকে একাধিক বিষয় নিয়ে দ্বীপ রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে শৈত্য এসেছে ভারতের ৷ সেই সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যেই কি ভারতে আসছেন মইজ্জু ? যদিও তিনি জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ তবে এটি হবে ভারতে তাঁর প্রথম দ্বি-পাক্ষিক সফর।
চিনপন্থী ঝোঁকের জন্য পরিচিত মুইজ্জু নভেম্বরে মলদ্বীপের শীর্ষপদের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক গুরুতর চাপ পড়ে । শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তাঁর দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। বিদেশ মন্ত্রক (MEA), মুইজ্জুর সফর সম্পর্কে জানিয়েছে, এটি দুই দেশের মধ্যে সহযোগিতা এবং জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ককে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে। আরও জানানো হয়েছে, মলদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু 6 থেকে 10 অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ভারতে আসবেন ৷