পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নির্বাচনের আগে বিতর্কসভায় কোণঠাসা ট্রাম্প ! গর্ভপাত বিল, অর্থনীতি প্রসঙ্গে আক্রমণ হ্যারিসের - US Presidential Election 2024 - US PRESIDENTIAL ELECTION 2024

US Presidential Debate: প্রায় দু'মাস পরে নির্বাচন ৷ তার আগে 'প্রেসিডেন্সিয়াল ডিবেট'-এ ট্রাম্পকে কোণঠাসা করে দিলেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রার্থী হওয়া কমলা হ্যারিস ৷ তৎকালীন সময়ে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, গর্ভপাত বিল নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি ৷

US Presidential Debate
প্রেসিডেন্সিয়াল ডিবেটে হ্যারিস বনাম ট্রাম্প (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 2:02 PM IST

ওয়াশিংটন, 11 সেপ্টেম্বর: কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প ! কে হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ? উত্তর জানা যাবে 5 নভেম্বরে নির্বাচনের পর ৷ তবে তার আগেই মুখোমুখি বিতর্কসভায় ট্রাম্পকে রীতিমতো ঘোল খাইয়ে দিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৷ তৎকালীন সময়ে দেশের অর্থনীতি, 2020 সালের নির্বাচনী ফল এবং সর্বোপরি গর্ভপাত প্রসঙ্গে ট্রাম্পকে কার্যত কোণঠাসা করে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৷

ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে পেনসিলভেনিয়ায় এবিসি নিউজ আয়োজিত 'প্রেসিডেন্সিয়াল ডিবেট'-এ অংশগ্রহণ করেন ট্রাম্প ও হ্য়ারিস ৷ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে করমর্দন করে নিজের বক্তব্য শুরু করেন হ্যারিস ৷ 90 মিনিটের সেই বিতর্কসভায় প্রথম থেকেই নিজের মাটি শক্ত করে নেন তিনি ৷ বক্তব্যের শুরুতেই শুল্ক নিয়ে ট্রাম্পকে আক্রমণ করেন হ্যারিস ৷ ব্যঙ্গ করে তিনি বলেন, "ট্রাম্পের শুল্কনীতি মধ্যবিত্ত মানুষের উপর বিক্রয় কর বোঝা বাড়বে ৷" সেই সঙ্গে, 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের জমানায় 'ক্যাপিটল রায়োট'কে মার্কিন গণতন্ত্রে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেন তিনি ৷

হ্যারিসের সেই বক্তব্যের পর তাঁকে বাইডেনের সঙ্গে তুলনা করেন ট্রাম্প ৷ তিনি বলেন, "এই মুহূর্তে দেশের মুদ্রাস্ফিতি খুব খারাপ অবস্থায় রয়েছে ৷ এক ভয়ঙ্কর অর্থনীতির কারণে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি আমরা ৷" ট্রাম্পের সেই বক্তব্য শেষ হতে না-হতেই উত্তরে কমলা হ্য়ারিস বলেন, "আমি বাইডেন নই, ট্রাম্পও নই ৷ আমি নতুন প্রজন্মের নেতা ৷"

2022 সালে মার্কিম সুপ্রিম কোর্ট ঐতিহাসিক গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে বাতিল করা হয় ৷ রো বনাম ওয়েডের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় রিপাবলিকানরা ৷ এদিন, বিতর্কসভায় সেই প্রসঙ্গে ট্রাম্পকে আক্রমণ করেন কমলা হ্যারিস ৷ তাঁর কথায়, ট্রাম্পের দ্বারা প্রভাবিত হয়ে দেশের মহিলাদের প্রাণের ঝুঁকি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ চিকিৎসা সংক্রান্ত জটিলতার সম্মুখীন হচ্ছেন তাঁরা ৷ গর্ভপাতের জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন মহিলারা ৷

এরপরই তিনি বলেন, "নিজের শরীর নিয়ে একজন মহিলার কী করা উচিৎ, তা সরকার বা ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন না ৷" সেই সঙ্গে, দেশবাসীর উদ্দেশে ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, "আপনাদের চাহিদা, আপনাদের স্বপ্ন, আপনাদের ইচ্ছে প্রসঙ্গে ওনাকে কখনও আলোচনা করতে শুনবেন না ৷ আমি মনে করি দেশে এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন, যিনি দেশবাসীকে বেশি গুরুত্ব দেবেন ৷"

যদিও হ্যারিসের সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন ট্রাম্প ৷ তিনি বলেন, "বহু দেশবাসী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় ৷" যদিও এই সিদ্ধান্তে কত জন সহমত পোষণ করেছিলেন, সেই তথ্য তিনি দিতে পারেননি ৷ সেই সঙ্গে, ক্ষমতায় এলে এই গর্ভপাত নিষিদ্ধ বিলকে ভেটো দেবেন কি না, তাও স্পষ্ট করেননি ট্রাম্প ৷

প্রসঙ্গত, শারীরিক অসুস্থার কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন ৷ বরং সেই ব্যাটন তুলে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে ৷ সমীক্ষা বলছে, হ্যারিসের জনপ্রিয়তা বাইডেনের থেকে কয়েকগুণ বেশি ৷ বিশেষত মহিলাদের মধ্যে তাঁকে নিয়ে প্রবল উত্তেজনা রয়েছে ৷ যদিও নির্বাচনী ময়দানে শক্ত করে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্পও ৷

ABOUT THE AUTHOR

...view details