পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মিসাইল হামলার জবাব ! ইরানের সেনাঘাঁটিতে এয়ারস্ট্রাইক ইজরায়েলের - ISRAEL IRAN CONFLICT

সম্প্রতি ইজরায়েলের উপর প্রায় 200টি মিসাইল হামলা চালায় ইরান ৷ তেহরানকে সেই হামলার যোগ্য জবাব দিল ইজরায়েল৷

ISRAEL IRAN CONFLICT
ইরানের সেনাঘাঁটিতে এয়ারস্ট্রাইক ইজরায়েলের (এপি)

By AP (Associated Press)

Published : Oct 26, 2024, 9:18 AM IST

দুবাই, 26 অক্টোবর: ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ! গত 1 অক্টোবর ইজরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল ইরান ৷ এবার তার জবাব দিল ইজরায়েল ৷ শনিবার সকাল থেকে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক এয়ারস্ট্রাইক শুরু করল ইহুদি রাষ্ট্র ৷ এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে এমনটাই জানালেন ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র রিয়ার অ্যাডমাইরাল ড্যানিয়ল হাগারি ৷

প্রায় এক মিনিটের ভিডিয়ো বার্তায় ড্যানিয়ল বলেন, "2023 সালের 7 অক্টোবর থেকে ইজরায়েলের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লা ৷ তাতেও কাজ না-হওয়ায় ইজরায়েলের উপর প্রত্যক্ষ হামলা চালায় ইরান ৷ সেই হামলার জবাবে সেদেশের সামরিক ঘাঁটিকে লক্ষ্য় করে এবার বিমানহানা শুরু করল ইজরায়েল ৷" আইডিএফ-এর এই মুখপাত্র মতে, বিশ্বের বাকি সার্বভৌম দেশের মতো হামলার জবাব দেওয়ার অধিকার ইজরায়েলের রয়েছে ৷ দেশ তথা দেশবাসীর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও এদিন ভিডিয়ো বার্তায় সাফ জানান আইডিএফ মুখপাত্র ৷

তেহরানের স্থানীয় একাধিক সংবাদসংস্থার মতে, শনিবার ভোররাত থেকে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটি ৷ মূলত, দেশের বিভিন্ন এলাকায় স্থিত বায়ুসেনা ঘাঁটিগুলি থেকে বিস্ফোরণের প্রকট আওয়াজ পাওয়া যায় ৷ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার মতে, কমপক্ষে 7টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় ৷ এরপরই দেশের বিভিন্ন প্রান্তে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে ৷ হামলার জেরে পশ্চিম ইরানের দিকে একের পর এক আন্তর্জাতিক বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ এছাড়া হামলা সম্পর্কে আর কোনও খবর পাওয়া যায়নি ইরানের সংবাদমাধ্যমের তরফে ৷ এমনকী, হামলার কোনও ফুটেজও খবরে দেখানো হচ্ছে না ৷ তবে এই হামলার কথা জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদসংস্থা সানা ৷

গত বছরের 7 অক্টোবর যুদ্ধটা হামাস ও ইজরায়েলের মধ্যে শুরু হয় ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান ৷ ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে চাপে ফেলতে প্রথমে পরোক্ষভাবে ইয়েমেনের হাউতি ও লেবাননের হিজবুল্লাকে হামলার জন্য মদত দেয় ইরান ৷ সম্প্রতি প্রত্যক্ষভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে ইরান ৷ অক্টোবরের শুরুতে প্রায় 200টি মিসাইল নিয়ে হামলা চালায় ইজরায়েলের উপর ৷

এখানেই শেষ নয় ৷ কয়েকদিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লা ৷ হামলার পর থেকেই ইরানকে যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করে দেয় আইডিএফ ৷ প্রস্তুতি মতোই এবার হামলা শুরু করে দিল ইজরায়েল ৷

অন্যদিকে, শুক্রবার দক্ষিণ-পূর্ব লেবাননে ইজরায়েলি হানায় তিনজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে খবর ৷ হিজবুল্লা সমর্থিত একটি সংবাদসংস্থায় তাঁরা কাজ করতেন বলে জানা গিয়েছে ৷ যুদ্ধের খবর সংগ্রহ করতে লেবাননে গিয়েছিলেন এই তিন সাংবাদিক ৷ লেবাননের উপর আইডিএফ-এর বিমান হানায় তাঁরা মাররা যান বলে খবর ৷ এদিকে, ইজরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক ৷ শুক্রবার দক্ষিণ গাজায় আইডিএফ-এর হামলায় 38 জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ মৃতদের মধ্যে 13 জন শিশুও রয়েছে ৷

পড়ুন:মারাত্মক ভুল করেছে! ড্রোন হামলায় ইরান, হিজবুল্লাকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর

ABOUT THE AUTHOR

...view details