জেরুজালেম, 27 নভেম্বর: মধ্য়প্রাচ্যে সাময়িক স্বস্তি ! ইজরায়েলের ঘোষণার পর অনন্ত এমনটাই মনে করা হচ্ছে ৷ দীর্ঘ 14 মাসের লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল ইজরায়েল ও লেবানন সমর্থিত হিজবুল্লা ৷ মঙ্গলবার এই বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ যদিও হামাসও একই পথে হাঁটবে কি না, সেই প্রসঙ্গে কোনও কথা উল্লেখ নেই এই চুক্তিপত্রে ৷
জানা গিয়েছে, লেবাননের স্থানীয় সময় বুধবার ভোর 4টে থেকেই গোলাগুলি থামিয়ে দিয়েছে দু'পক্ষ ৷ তবে তার আগে হিজবুল্লার উপর ভয়াবহ হামলা চালায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী ৷ বেইরুটের উপর একের পর এক রকেট হামলা চালায় ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ শহরজুড়ে আইডিএফ-র হামলায় প্রায় 42 জন মারা গিয়েছে বলে খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে ৷ সেই হামলার পরই যুদ্ধবিরতিতে সম্মতি জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷
ক্ষমতা দখলের জন্য প্রায় 14 মাস আগে শুরু হয়েছিল ইজরায়েল-হামাস যুদ্ধ ৷ পরে সেই যুদ্ধকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে ৷ যুদ্ধে একে একে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত হিজবুল্লা ও হাউতি ৷ প্যালেস্তাইনের সমর্থনে ইজরায়েলের উপর একের পর এক আক্রমণ শুরু করে এই সংগঠনগুলি ৷ দেশবাসীর নিরাপত্তার স্বার্থে পাল্টা হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ প্রথমে গাজা, পরে লেবাননে একের পর এক এয়ারস্ট্রাইক চালায় আইডিএফ ৷
আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী, এদিন চুক্তি স্বাক্ষরের সময় দু'পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয় ৷ হিজবুল্লার তরফে চুক্তি লঙ্ঘন করা হলে আত্মরক্ষায় পাল্টা হামলা করতে পারবেন বলে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ যদিও তাঁর সেই যুক্তিতে তীব্র প্রতিবাদ জানায় হিজবুল্লা ও লেবানন ৷ অবশ্য, দীর্ঘ আলোচনার পর সমস্যার সমাধান হয় ৷ তবে হামলার পাল্টা হামলা করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইজরায়েল ৷ এরপর দেশের মন্ত্রিসভা সদস্যদের সামনে চুক্তির বিষয়টি উত্থাপন করেন নেতানিয়াহু ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত জানান ইজরায়েল মন্ত্রিসভার সদস্যরা ৷