পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু - Ebrahim Raisi Dead - EBRAHIM RAISI DEAD

Iranian President Ebrahim Raisi Dead: বিমান দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৷ তল্লাশি অভিযান চলাকালীন জানিয়ে দিল উদ্ধারকারী দল ৷

Etv Bharat
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (এপি)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 10:19 AM IST

Updated : May 20, 2024, 2:11 PM IST

তেহরান, 20 মে: প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, জানিয়ে দিল উদ্ধারকারী দল ৷ ইরানের জাতীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও সাতজন সরকারি আধিকারিক নিহত হয়েছেন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কোলিভান্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার ভোরে উদ্ধারকারীরা হেলিকপ্টারটিকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে দেখতে পান । তাঁর মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন উপ-রাষ্ট্রপতি (প্রথম) মহম্মদ মোখবির ৷

হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে ‘কোনও প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি’ ৷ প্রেসিডেন্ট রাইসির চপার তল্লাশি অভিযান চলাকালীন এমনটাই জানিয়েছিল উদ্ধারকারী দল ৷ ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার পক্ষ থেকে জানান হয়, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর শহরে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সফরসঙ্গী ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান ।

উদ্ধার করা হল ইব্রাহিম রাইসির মৃতদেহ (ইটিভি ভারত)

ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয় প্রেসিডেন্টের হেলিকপ্টার। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় 600 কিলোমিটার (375 মাইল) দূরে আজারবাইজান দেশের সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটে এই ঘটনা । কিন্তু তারপর চপারের ভিতরে থাকা প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের কোনও খবর পাওয়া যায়নি ৷ শুরু হয় তল্লাশি ৷ সোমবার ভোরের আলো ফুটতেই হেলিকপ্টার দেখতে পান উদ্ধারকারীরা ৷

63 বছর বয়সি রাইসি, একজন কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত ৷ যিনি পূর্বে দেশের বিচার ব্যবস্থার নেতৃত্ব দিয়েছিলেন ৷ রাইসি ইরানের 2021 সালের রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন ৷ এই নির্বাচনে ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে সর্বনিম্ন ভোট দিয়েছে। 1988 সালে রক্তক্ষয়ী ইরান-ইরাক যুদ্ধের শেষে হাজার হাজার রাজনৈতিক বন্দিদের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে রাইসির উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে ।

আরও পড়ুন:

Last Updated : May 20, 2024, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details