নিউইয়র্ক, 6 এপ্রিল:আবারও আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ মৃতের নাম উমা সত্য সাই গড্ডে ৷ এমনটাই জানিয়েছে নিউইয়র্কে ভারতীয় দূতাবাস ৷ এক্স পোস্টে নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল লেখেন, "ওহাইওর ক্লিভল্যান্ডে ভারতীয় ছাত্র উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে এবং ভারতে ছাত্রের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে ।" দূতাবাস জানিয়েছে, উমা গড্ডের দেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা তারা করছে।
চলতি বছরের শুরু থেকে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত কমপক্ষে 7 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে । ভারতীয়দের উপর হামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে । গত মাসে 34 বছর বয়সি ভারতের প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে মিসৌরির সেন্ট লুইসে গুলি করে হত্যা করা হয়েছিল । পারডিউ ইউনিভার্সিটির 23 বছর বয়সি ভারতীয়-আমেরিকান ছাত্র সমীর কামাথকে 5 ফেব্রুয়ারি ইন্ডিয়ানাতে মৃত অবস্থায় পাওয়া যায় । 2 ফেব্রুয়ারি 41 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আইটি এক্সিকিউটিভ বিবেক তানেজা ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে হামলার সময় গুরুতর জখম হন ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ সাম্প্রতিক ঘটনা নিয়ে আমেরিকায় ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত সাত জনের মৃত্যু হল ।