পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কানাডার আবাসিক এলাকায় গুলি, মৃত ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী-সহ 2 - Shooting in Canada - SHOOTING IN CANADA

Indian-origin businessman Killed in Canada: কানাডার আলবার্টা প্রদেশে একটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটল ৷ গুলিবিদ্ধে হয়ে মৃত দু'জনের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 5:16 PM IST

ওটাওয়া, 9 এপ্রিল:কানাডার আলবার্টা প্রদেশে গুলিচালনার ঘটনায় একজন ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ ব্যবসার মালিক-সহ দু'জন নিহত হয়েছেন ৷ গুরুতর আহত আরও একজন ৷ সংবাদমাধ্যমের একটি রিপোর্টে এই খবর জানা গিয়েছে ৷

ঘটনাটি ঘটে সোমবার ৷ পুলিশ বলেছে যে, আলবার্টা প্রদেশের কাভানাঘের আশপাশে দুপুরের দিকে একটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে ৷ সিবিসি নিউজ সোমবার এ কথা জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, "জরুরি চিকিৎসা পরিষেবা পরিস্থিতি সামাল দিচ্ছে ৷ দেখা গিয়েছে, 49 বছর ও 57 বছর বয়সি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ একজন 51 বছর বয়সি ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন । তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার এবং বুধবার মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে বলে ঠিক হয়েছে ৷" নিহত ভারতীয়ের নাম বুটা সিং গিল ৷ তিনি পঞ্জাবি সম্প্রদায়ভুক্ত ছিলেন ৷ একটি নির্মাণ সংস্থার মালিক ছিলেন তিনি ।

প্রাক্তন সিটি কাউন্সিলর মহিন্দর বাঙ্গা ঘটনাস্থলে গিয়ে বলেন, গিল পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন । গিলকে তিনি ভালোই চিনতেন বলে জানিয়ে বাঙ্গা বলেন, "এই মানুষটি তাঁর কাজের বাইরে গিয়ে এবং নিজের ক্ষতির দিকে না তাকিয়ে সবাইকে সাহায্য করেছেন । কেন কেউ তাঁকে আঘাত করবে ? তিনি এমন একজন ধার্মিক এবং সহায়ক ব্যক্তি ছিলেন যে, তিনি যে কারওকে সাহায্য করতেন ৷"

পুলিশ জানিয়েছে যে, আশপাশের বেশ কয়েকজন বিকট শব্দ শুনতে পেয়েছেন । জনৈক অ্যাবি সিয়েবেন দুপুরের দিকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন ৷ তখন তিনি বেশ কয়েকটি বিকট শব্দ শুনতে পান । সিয়েবেন বলেন যে, তিনি তাঁর দুটি ছোট বাচ্চাকে নিয়ে কাভানাঘ বুলেভার্ডে হাঁটছিলেন, তখন তাঁর বাড়ির কাছে একটি নির্মাণ সাইট থেকে শব্দটি ভেসে আসে । সিয়েবেন বলেন, তিনি অন্তত চারটি গুলির শব্দ শুনেছেন ।

সিয়েবেন সিবিসি নিউজকে বলেন, "আমি জানি না, এটি কী বন্দুক ছিল ৷ কারণ সেখানে একটি নির্মাণ সাইট রয়েছে ৷ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম না, তবে যখন নির্মাণ শ্রমিকরা সাইট থেকে পালাতে শুরু করেন, তা দেখে বিষয়টি বুঝতে পারি ।" (পিটিআই)

আরও পড়ুন:

  1. কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন
  2. প্রার্থনা চলাকালীন ইস্তানবুলের গির্জায় বন্দুকবাজের হামলা, নিহত 1
  3. আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত তিন শিশু, নিকেশ আততায়ী

ABOUT THE AUTHOR

...view details