ওটাওয়া, 9 এপ্রিল:কানাডার আলবার্টা প্রদেশে গুলিচালনার ঘটনায় একজন ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ ব্যবসার মালিক-সহ দু'জন নিহত হয়েছেন ৷ গুরুতর আহত আরও একজন ৷ সংবাদমাধ্যমের একটি রিপোর্টে এই খবর জানা গিয়েছে ৷
ঘটনাটি ঘটে সোমবার ৷ পুলিশ বলেছে যে, আলবার্টা প্রদেশের কাভানাঘের আশপাশে দুপুরের দিকে একটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে ৷ সিবিসি নিউজ সোমবার এ কথা জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, "জরুরি চিকিৎসা পরিষেবা পরিস্থিতি সামাল দিচ্ছে ৷ দেখা গিয়েছে, 49 বছর ও 57 বছর বয়সি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ একজন 51 বছর বয়সি ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন । তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার এবং বুধবার মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে বলে ঠিক হয়েছে ৷" নিহত ভারতীয়ের নাম বুটা সিং গিল ৷ তিনি পঞ্জাবি সম্প্রদায়ভুক্ত ছিলেন ৷ একটি নির্মাণ সংস্থার মালিক ছিলেন তিনি ।
প্রাক্তন সিটি কাউন্সিলর মহিন্দর বাঙ্গা ঘটনাস্থলে গিয়ে বলেন, গিল পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন । গিলকে তিনি ভালোই চিনতেন বলে জানিয়ে বাঙ্গা বলেন, "এই মানুষটি তাঁর কাজের বাইরে গিয়ে এবং নিজের ক্ষতির দিকে না তাকিয়ে সবাইকে সাহায্য করেছেন । কেন কেউ তাঁকে আঘাত করবে ? তিনি এমন একজন ধার্মিক এবং সহায়ক ব্যক্তি ছিলেন যে, তিনি যে কারওকে সাহায্য করতেন ৷"