কাজান, 22 অক্টোবর: রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের সমাধান হোক শান্তিপূর্ণভাবে। আর এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে যা করা দরকার তা করতে ভারত প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 16তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে রাশিয়া এসেছেন প্রধানমন্ত্রী। সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী ।
বৈঠকে দুই নেতার মধ্যে কী কী বিষয় আলোচনা হয়েছে তা সম্প্রচারিত হয়েছে। সম্প্রচারের শুরুতেই প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা যায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা সংঘাতের দ্রুত সমাধান চায় দিল্লি। দুটি দেশের মধ্যে শান্তি স্থাপনের প্রক্রিয়াকে দিল্লি সবদিক থেকে সমর্থনও করে। পাশাপাশি গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয়বার রাশিয়া এলেন সে কথা তুলে ধরে মোদি দাবি করেন দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা মজবুত সেটা এই ঘটনা থেকেই বোঝা যায় ।