সিঙ্গাপুর, 23 এপ্রিল:প্রেমিকাকে পিটিয়ে হত্যা করে খুন করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ৷ তাই সোমবার সিঙ্গাপুরের একটি আদালত তাকে 20 বছরের সাজা দিল ৷ ওই ব্যক্তি বিবাহিত ৷ তার পরিচয় এম কৃষ্ণান ৷ 2019 সালের 15 জানুয়ারি ও 16 জানুয়ারি সে তার প্রেমিকা মল্লিকা বেগমকে বেধড়ক মারধর করে ৷ তার ফলে বেঘোরে মৃত্যু হয় ওই মহিলার ৷
সোমবার দেশের সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় গত 40 বছর বয়সি কৃষ্ণানকে দোষী সাব্যস্ত করেছে হাইকোর্ট এবং তাকে 20 বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে তার হাজতবাসের সময় ধরা হবে তার গ্রেফতারির সময় থেকে ৷
শুধু প্রেমিকাই নয়, কৃষ্ণান বিভিন্ন সময় কখনও পুলিশ তো কখনও স্ত্রীকেও মারধর করেছে ৷ বিচারপতি এদিন উল্লেখ করেন, 2018 সালে পুলিশ আধিকারিককে হেনস্থা করার ঘটনায় কৃষ্ণান প্রতিজ্ঞা করেছিল, সে নিজেকে শুধরে নেবে ৷ কিন্তু সে তারপরেও স্ত্রী ও প্রেমিকাকে মারধর করেছে ৷ বিচারপতি পর্যবেক্ষণে আরও জানান, কৃষ্ণানের 'ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার' আছে ৷ এই অবস্থায় যে কোনও ব্যক্তি ঘন ঘন রেগে যায় এবং তার পরিণতি হয় ভয়ানক ৷ এই ডিসঅর্ডার থাকলেও কৃষ্ণানের এই প্রবল বিক্ষুব্ধ আচরণের জন্য অনেকটাই দায়ী মদের নেশা ৷
কৃষ্ণান বিবাহিত ৷ 2015 সালে কৃষ্ণানের স্ত্রী তাকে ও তার প্রেমিকাকে একসঙ্গে মদ খেতে দেখেন ৷ কৃষ্ণান তার অ্যাপার্টমেন্টের বেডরুমে বসেই প্রেমিকার সঙ্গে নেশা করছিল ৷ তাকে এই অবস্থায় দেখে কৃষ্ণানের স্ত্রী ভেঙে পড়েন এবং কৃষ্ণানকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ৷ তখন কৃষ্ণান তার স্ত্রীকে ঘুষি মারে ৷ স্বভাবতই এতে ভয় পেয়ে যান স্ত্রী ৷ আরও ভয়ঙ্কর কিছু ঘটার আশঙ্কা করে তিনি ক্ষমা চেয়ে নেন ৷ কৃষ্ণান যেন তাঁর কোনও ক্ষতি করতে না পারে, তাই প্রশাসনের কাছে ব্যক্তিগত নিরাপত্তার আবেদন জানান ৷ তার সেই আবেদন মঞ্জুর হয় ৷