মস্কো, 24 জুন:রাশিয়ার দাগেস্তানে জঙ্গিহানা ৷ ইহুদি উপাসনালয়, দুই অর্থোডক্স গির্জা এবং একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলা চালাল একদল সশস্ত্র জঙ্গি ৷ হামলায় নিহত অন্তত 15 জন পুলিশ আধিকারিক, এক যাজক এবং ন্যাশনাল গার্ডের এক সদস্য-সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ রবিবার এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে ঘটনার কথা জানিয়েছেন দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ ৷ ঘটনার ভয়াবহতার কথা বিবেচনা করে সোমবার থেকে আগামী 3 দিন এলাকায় শোকদিবস পালিত হবে বলে জানিয়েছেন গভর্নর ৷
দাগেস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, ক্যাসপিয়ান সমুদ্রের কাছে স্থিত ডারবেন্ট শহরের একটি ইহুদি উপাসনালয় এবং একটি গির্জায় হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী ৷ হামলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা ৷ ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গির্জা এবং উপাসনালয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতী ৷