আবুধাবি, 13 ফেব্রুয়ারি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবুধাবিতে পৌঁছনোর পর তাঁকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানালেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান । মঙ্গলবার সেখানে প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ এই আতিথেয়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ বুধবার ইউইএ-তে প্রথম মন্দিরের উদ্বোধন করবেন নমো ৷
প্রধানমন্ত্রী মোদি দু'দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছেন ৷ সেখানে তিনি আবুধাবির প্রথম হিন্দু মন্দির 'বিএপিএস মন্দির'-এর উদ্বোধন করতে চলেছেন । সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় মোদি আজ বলেন, "ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনের জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করায় এবং আমার নিজ রাজ্য গুজরাতে আসার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই । আপনি এই অনুষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং বিশ্বে এর খ্যাতি বেড়েছে । এখানে বিএপিএস (বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) মন্দির নির্মাণ আপনার সমর্থন ছাড়া সম্ভব হত না...৷" বুধবার এই মন্দিরের উদ্বোধন করবেন মোদি । দু'দেশের নেতা আবুধাবিতে ইউপিআই রুপে কার্ড পরিষেবা চালু করেন ।
প্রধানমন্ত্রী তাঁর এই সফরের ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলেন, "আবুধাবি বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমার ভাই, মহম্মদ বিন জায়েদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ । আমি একটি ফলপ্রসূ সফরের অপেক্ষায় রয়েছি, যা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে ৷"