পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জাহাজের ধাক্কায় বাল্টিমোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, নিঁখোজ 7 - Francis Scott Key Bridge Collapse - FRANCIS SCOTT KEY BRIDGE COLLAPSE

Francis Scott Key Bridge Collapse: গভীর রাতে সেতুতে মালবাহী জাহাজের ধাক্কা ৷ মুহূর্তে নদীতে ভেঙে পড়ল সেতু ৷ ঘটনায় সাতজন নিঁখোজ রয়েছে ৷ তাদের খোঁজ করছে উদ্ধারকারী দল ৷

Francis Scott Key Bridge Collapse
Francis Scott Key Bridge Collapse

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 5:56 PM IST

Updated : Mar 26, 2024, 6:05 PM IST

বাল্টিমোর, 26 মার্চ: মালবাহী জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল সেতু ৷ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বাল্টিমোরে ৷ এই ঘটনার জেরে সেতু থেকে বেশ কয়েকটি গাড়ি নীচে নদীতে পড়ে যায় । অন্তত সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ৷ উদ্ধারকারী দল তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । জাহাজটি নদীর তলা থেকে যাওযার সময় ফ্রান্সিস স্কট কী ব্রিজের একটি স্তম্ভে গিয়ে আঘাত করেছে বলে মনে করা হচ্ছে ৷ যার ফলে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ে জলে তলিয়ে গিয়েছে ৷ সোশাল মিডিযায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো ৷ তাতে দেখা যাচ্ছে, সেতুতে ধাক্কা মারার পর জাহাজে আগুন ধরে যায় এবং সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলে ডুবে যায় ।

জানা গিয়েছে, প্যাটাপস্কো নদীর উপর দিয়ে এই সেতুটি 1977 সালে চালু হয়েছিল ৷ এটি একটি গুরুত্বপূর্ণ সেতু, যা বাল্টিমোর বন্দরের সঙ্গে পূর্ব উপকূলে জাহাজ চলাচলের একটি মূল কেন্দ্র । দ্য স্টার-স্প্যাংল্ড ব্যানারের লেখকের নামে এটির নামকরণ করা হয়েছে । বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, "ভয়াবহ জরুরি অবস্থার সম্মুখীণ হয়েছি আমরা । এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য নিঁখোজদের উদ্ধার করা ।"

তিনি জানান, অন্তত সাতজন জলে পড়ে গিয়েছেন ৷ তবে ঘটনায় সঠিক কতজন আক্রান্ত হয়েছে তা এখনই বলা যাবে না । তিনি সেতু ভেঙে পড়ার ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন । তিনি বলেন, "এজেন্সিগুলি রাত দেড়টার দিকে 911তে ফোন পায় ৷ তাতে বলা হয়, বাল্টিমোর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজ সেতুর একটি স্তম্ভে ধাক্কা মেরেছে । সেই সময় সেতুর উপর ট্রাক্টর-ট্রেলার ট্রাক-সহ বেশ কয়েকটি যানবাহন ছিল ৷ সেগুলি নীচে পড়ে যায় ৷"

মেয়র ব্র্যান্ডন এম স্কট এবং বাল্টিমোর কাউন্টির এক্সিকিউটিভ জনি ওলসজেউস্কি জুনিয়র জানিয়েছেন যে উদ্ধারকারী দল কাজ করছে এবং নিঁখোজদের উদ্ধারের চেষ্টা চলছে । আই-695 কী সেতুতে ঘটনার জন্য সমস্ত রাস্তা উভয় দিক বন্ধ করে দিয়েছে । ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ এমনটাই মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সোশাল সাইট এক্সে পোস্ট করে জানিয়েছে ।

আরও পড়ুন:

  1. বিহারে সেতু ভেঙে মৃত এক, আটকে বাংলার বহু শ্রমিক
  2. ব্যস্ত সময়ে পথদুর্ঘটনা! হাওড়া ব্রিজের পিলারে বাসের ধাক্কা, আহত 10
  3. উদ্বোধনের আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেলেন শ্রমিক
Last Updated : Mar 26, 2024, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details