ইসালামবাদ, 15 জুলাই: রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ করা হবে ৷ সোমবার পাকিস্তান সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা করেছেন যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ফেডারেল সরকার পিটিআই-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ৷ পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে এই নিয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ সরকারের হাতে এসেছে ৷ যার ভিত্তিতে পিটিআই-কে নিষিদ্ধ করা যায়৷ সরকার ওই দলের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে ৷
পাকিস্তানের সুপ্রিম কোর্ট সংরক্ষিত আসন মামলা ও অবৈধ বিয়ে সংক্রান্ত মামলায় ইমরান খানকে সম্প্রতি স্বস্তি দিয়েছিল ৷ সেই স্বস্তি কাটার আগেই নতুন করে পিটিআই তথা ইমরান খান যে বড় ধাক্কা খেলেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ ইমরানের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে ৷ বেশ কিছু মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি এখন জেলবন্দি ৷ 71 বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ৷