পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীর 14 বছরের জেল - ইমরান খান

Former Pakistan PM Imran Khan: আরও বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তোষাখানা দুর্নীতি মামলায় তাঁকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হল ৷ এর মঙ্গলবার অন্য একটি মামলায় জেলবন্দি এই নেতার 10 বছরের কারাদণ্ড হয়েছিল ৷

Former Pakistan PM Imran Khan
Former Pakistan PM Imran Khan

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 12:09 PM IST

Updated : Jan 31, 2024, 7:59 PM IST

ইসলামাবাদ, 31 জানুয়ারি: ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে বুধবার একটি দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত ৷ প্রধানমন্ত্রী পদে থাকাকালীন স্পর্শকাতর রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার জন্য মঙ্গলবারই জেলবন্দি ইমরান খানের 10 বছরের কারাদণ্ড হয় ৷ তার একদিন পর ফের আদালতে ধাক্কা খেলেন তিনি ৷ এবারের সাজা ব্যয়বহুল রাষ্ট্রীয় উপহার রেখে দেওয়ার জন্য হয়েছে ।

ইমরান খান আগেই তিনবছর কারাদণ্ড পাওয়ার জেরে এখন জেলে রয়েছেন ৷ জেল থেকে এই 71 বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার ভোটে লড়ার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তা সম্ভব হয়নি৷ আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন ৷ তার ঠিক আটদিন আগে পর পর দু’টি সাজা ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবে সমস্যা বাড়ল ইমরানের ৷

যদিও এবারের নির্বাচন ঘিরে শুধু ইমরান খান নন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই) অনেক সমস্যায় পড়েছে ৷ পিটিআই-এর নির্বাচনী প্রতীক ছিল ব্যাট ৷ এবার পাকিস্তানের নির্বাচন কমিশন সেই প্রতীক দিতে অস্বীকার করে ৷ ইমরান খান ছাড়াও পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং আরও বেশ কয়েকজনের মনোনয়নপত্র প্রত্যাখ্যান করা হয় ৷

জবাবদিহি সংক্রান্ত আদালতের বিচারক মোহাম্মদ বশির তোষাখানা দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে শুনানি পরিচালনা করেন ৷ ওই জেলেই বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ এ দিন আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁদের কোনও সরকারি পদে বসার বিষয়ে 10 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ৷ প্রত্যেককে পাকিস্তানের মুদ্রায় 787 মিলিয়ন টাকা জরিমানা করা হয়েছে । তবে বুধবার আদালতে হাজির হননি বুশরা বিবি ।

গত মাসে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করে জবাবদিহি আদালতে ৷ সেখানে অভিযোগ করা হয়, সৌদি ক্রাউন প্রিন্সের কাছ থেকে পাওয়া একটি গয়নার সেট রেখে দিয়েছেন এই দম্পতি ৷ আদালতে ইমরান জানান, এই মামলার সঙ্গে তাঁর স্ত্রীর কোনও সম্পর্ক নেই ৷ তাঁর স্ত্রীকে জোর করে আদালতে টেনে আনা হচ্ছে ৷

বুধবার শুনানির বিচারক বশির জানতে চান যে ইমরান তাঁর বয়ান নথিভুক্ত করেছেন কি না ! উত্তরে ইমরান জানান যে তাঁর আইনজীবী এলেই তিনি বয়ান নথিভুক্ত করবেন ৷ তিনি বলেন, "আমাকে প্রতারিত করা হয়েছে ৷ কারণ, আমাকে শুধুমাত্র শুনানির জন্য আমার উপস্থিত হতে ডাকা হয়েছিল ৷" পরে আদালত তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাজা শোনায় ৷ ক্ষমতাচ্যূত হওয়ার পর 2022 সাল থেকে এই নিয়ে তৃতীয়বার সাজা হল ইমরানের ৷

রিপোর্ট অনুযায়ী, ইমরান ও তাঁর স্ত্রী বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে 108টি উপহার পেয়েছিলেন, যার মধ্যে তাঁরা 58টি উপহার রেখে দিয়েছিলেন । রাষ্ট্রকে বাধ্যতামূলক মূল্য পরিশোধ করার সময়, তাঁরা এই উপহারগুলি অবমূল্যায়িত করেন । তোষাখানা (ফার্সি শব্দ, এর অর্থ ধনসম্পদ রাখার ঘর) পরিচালনাকারী নিয়মের অধীনে সরকারী কর্মকর্তারা অর্থের বিনিময়ে সরকারি উপহার নিজেদের কাছে রাখতে পারেন ৷ তবে এর জন্য প্রথমে উপহারটি জমা করতে হবে তোষাখানায় ৷ কিন্তু ইমরান ও তাঁর স্ত্রী হয় সেটা করেননি অথবা এর সঠিক অর্থ দেননি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 10 বছরের কারাদণ্ড ইমরান খানের, একই সাজা কুরেশিরও
  2. সুপ্রিম রায়ে নির্বাচনী প্রতীক 'ব্যাট' না পেয়ে নির্দল হয়েই ভোটে লড়বে ইমরানের দল
  3. দেশের গোপন আইন লঙ্ঘন, সাইফার মামলায় অভিযুক্ত হলেন ইমরান খান
Last Updated : Jan 31, 2024, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details