কানাডার হিন্দু মন্দিরে হামলা, নিন্দায় ট্রুডো; সরব ভারত - HINDU SABHA MANDIR ATTACKED
ভারত-কানাডা দ্বি-পাক্ষিক সম্পর্কে খলিস্তান বিতর্কে যেন পিছু ছাড়ছে না ৷ এই আবহে দীপাবলিতে কানাডার ব্রাম্পটনে একটি মন্দিরে ভক্তদের হেনস্তার অভিযোগ খলিস্তানিদের বিরুদ্ধে।
অটোয়া, 4 নভেম্বর:দীপাবলিতে কানাডার হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর দাবি, সকলের নিজের ধর্ম পালনের সমান অধিকার রয়েছে ৷ তাঁর দেশে সকলের ধর্মীয় স্বাধীনতা রয়েছে বলেও এদিন সাফ জানান কানাডার প্রধানমন্ত্রী ৷ রবিবার ব্রাম্পটনে ‘হিন্দু সভা মন্দিরে’ পুজো দিতে হাজির হন বেশ কয়েক জন ভক্ত। সে সময় তাঁদের হেনস্থা করার অভিযোগ উঠেছে কয়েকজন খলিস্তানির বিরুদ্ধে।
এক্স হ্যান্ডেলে ট্রুডো লেখেন, "হিন্দু সভা মন্দিরে হিংসার ঘটনা কোনও মতেই মেনে নেওয়া হবে না ৷ কানাডায় বসবাসকারী প্রত্যেকের স্বাধীনভাবে ও নিরাপদে নিজের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার রয়েছে ৷" ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তদন্তের জন্য স্থানীয় পিল রিজিওনাল পুলিশকে ধন্যবাদ জানান তিনি ৷
হিন্দুদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে অটোয়ায় ভারতীয় দূতাবাস ৷ এক্স হ্যান্ডেলে দূতাবাসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে লেখা, "এই ধরনর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ ভারতীয় নাগরিকদের নিরাপত্তার দাবিতে দূতাবাসের তরফে একাধিকবার আলোচনা করা হয় ৷ তারপরও এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়িয়ে দেয় ৷"
দীপাবলি উদযাপনের মধ্যে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে হামলা চালায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা ৷ পতাকা হাতে মন্দিরের গেটে ঢুকে মারধরেরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ঘটনার ভিডিয়ো ৷ ইতিমধ্যেই সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷
ঘটনার তীব্র নিন্দা জানান কানাডার বিরোধী নেতা পিয়ের পলিয়েভরে ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রত্য়েক কানাডিয়ানের তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে ৷ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷" ঘটনার তীব্র প্রতিবাদ জানান, টরোন্টোর সাংসদ কেভিন ভুয়াং ৷ দেশের বর্তমান সরকারকে কটাক্ষ করে তিনি জানান, কট্টরপন্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে কানাডা ৷ কেভিনের আরও অভিযোগ, হিন্দুদের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ দেশের সরকার ৷
প্রসঙ্গত, খালিস্তানি প্রসঙ্গে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে ৷ ভারতের দাবি, খালিস্তানি 'সন্ত্রাসীদের' নিরাপদ আশ্রয় দিয়ে ভুল করেছে কানাডা ৷ সেই দেশের রাজনীতিতে খালিস্তানিরা যেভাবে প্রভাব বিস্তার করেছে, তাতে আখেরে তাদেরই ক্ষতি বলে মত ভারতের ৷
অন্যদিকে, ভারতের অভিযোগে কোনওদিন কান দেয়নি কানাডা ৷ বরং, খালিস্তানি নেতা নিজ্জরের খুনের মামলায় ভারতকেই দায়ী করেছে জাস্টিন ট্রুডোর সরকার ৷ এই আবহে হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলার প্রভাব কী হবে ? তা নিয়ে উঠছে প্রশ্ন ৷
ঘটনার তীব্র নিন্দা করেছেন কানাডার সংসদ চন্দ্র আর্য ৷ তাঁর কথায়, এদিনের হামলায় সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে খালিস্তানিরা ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, "ব্রাম্পটনের মন্দিরে ভিতরে ঢুকে হিন্দু-কানাডিয়ানের উপর হামলা করে খালিস্তানিরা সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে ৷" তাঁর অভিযোগ, কানাডায় তাদের স্বাধীনতার অপব্যবহার করছে খালিস্তানিরা, তা এই হামলার পর প্রমাণিত ৷