পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভূমিকম্প থেকে বন্যা, ইজরায়েলের আগ্রাসন থেকে ট্রাম্প-যুগের প্রত্যাবর্তন; বিশ্বজুড়ে ঘটনার ঘনঘটা - YEARENDER 2024

প্রাকৃতিক বিপর্যয় থেকে যুদ্ধ-সবই দেখল 2024। নতুন বছর শুরুর আগে ফেলে আসা সময়ের সেরা কয়েকটি ঘটনা আবারও পাঠকদের জন্য তুলে ধরল ইটিভি ভারত ।

major-happening-of-world-in-2024
দুনিয়ায় ঘটনার ঘনঘটা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 11:10 PM IST

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: আমেরিকা-ভারত-ব্রিটেন-সহ একাধিক বড় দেশের নির্বাচন দেখল 2024। বিশ্বজুড়ে একদিকে যেমন এই গণতন্ত্রের উৎসব হল তেমনি লজ্জিত হল মানবতাও। প্রযুক্তির হাত ধরে আরও একটু আরামের হল বেঁচে থাকা। অন্যদিকে বোমা-গুলির শব্দে এখনও থামেনি বহু দেশে। ঘটনা-দুর্ঘটনার তালিকা বিরাট। বছরের শেষে পাঠকদের জন্য মনে রাখার মতো খবর নিয়ে হাজির হল ইটিভি ভারত।

1 জানুয়ারি- জাপানে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.5 । কমপক্ষে 462 জনের প্রাণ যায়। আহত হলেন 1344 জন। ভূমিকম্প কবলিত এলাকায় পরদিন ত্রাণ নিয়ে যাওয়ার সময় জাপানের উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বিমানের। তার জেরে মৃত্যু হয় আরও পাঁচজনের ।

3 জানুয়ারি- ড্রোন হামলায় নিহত ইরানের সেনা কমান্ডার জেনেরালকাসেম সুলেমানি শেষকৃত্যে হাজির হয়েছিলেন বহু মানুষ। আর সেখানেই হয় বোমা হামলা । প্রাণ হারালেন কমপক্ষে 94 জন । পরে তদন্তে জানা যায় দুটি ব্রিফকেসে রাখা ছিল বোমা। আর সেটির নিয়ন্ত্রণও হয়েছিল ভার্চুয়ালি ।

জাপানে ভয়াবহ ভূমিকম্প (ইটিভি ভারত)

7 জানুয়ারি – বাংলাদেশের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবার বড় ব্যবধানে জিতলেন শেখ হাসিনা। বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদের মধ্যেই বড় ব্যবধানে জিতল আওয়ামী লিগ ।

16 জানুয়ারি- বালুচিস্তানে মিসাইল হামলা ইরানের। ইরানের দাবি বালুচে থাকা জঙ্গি সংগঠন জঈশ-উল-আদকে লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে। দু’দিন বাদেই পাল্টা জবাব দেয় পাকিস্তান।

19 জানুয়ারি- চাঁদে সফ্ট ল্যান্ডিং করল জাপানের মহাকাশযানের। সফ্ট ল্যান্ডিংয়ের দিক থেকে পঞ্চম দেশ হিসেবে স্বীকৃত হল “উদীয়মান সূর্যের দেশ"।

26 জানুয়ারি- গাজায় মানবাধিকার রক্ষা করতে সমস্তরকম ব্যবস্থা নিতে ইজরায়েলকে নির্দেশ দিল রাষ্ট্রসঙ্ঘের আদালত। যদিও যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি আদালত ।

2 ফেব্রুয়ারি- ইরাক ও সিরিয়ার 85টি জায়গায় হামলা চালাল আমেরিকা ।

8 ফেব্রুয়ারি- পাকিস্তানের সাধারণ নির্বাচন। সরকার গড়তে না পারলেও ভালে ফল করল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ সমর্থিত নির্দলরা। ভোটের আগেই এই দলটিকে নির্বাসিত করেছিল পাক-প্রশাসন।

29 ফেব্রুয়ারি- ইজরায়েল ডিফেন্স ফোর্সের জওয়ানরা গাজার একটি বাজার এলাকায় প্রকাশ্যে গুলি চালায় । তাতে একশোরও বেশি নাগরিকের মৃত্যু হয়।

7 মার্চ- সরকারিভাবে ন্যাটোর সদস্য হল সুইডেন ।

13 মার্চ – কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন পাশ করল ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোনও আইন পাশ হয়নি।

14 মার্চ- আমেরিকা দাবি করল ইজরায়েলের হামলায় প্ল্য়ালেস্তাইনে মৃত্যুদের মধ্যে 56 শতাংশই মহিলা বা শিশু ।

15-17 মার্চ- রুশ রাষ্ট্রপতি হিসেবে আবারও নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন

22 মার্চ- রাশিয়ার ক্রাসনায়াক্স শহরের একটি অনুষ্ঠানে হামলা চালাল আইএসের জঙ্গিরা । তার জেরে 145 জনের মৃত্যু হয়। আহত হয় 551।

26 মার্চ- আমেরিকার বাল্টিমোরে ম্যারিল্যান্ডে দুর্ঘটনা। পণ্যবাহী জাহাজ ধাক্কা মারল সেতুতে । তার জেলে সেতুর একটা বড় অংশই ভেঙে যায়। তাছাড়া প্রাণ যায় 6 জনের।

1 এপ্রিল- দামাস্কাসের ইরানি দূতাবাসে ইজরায়েলের আক্রমণ । প্রাণ হারালেন 16 জন।

3 এপ্রিল – তাইওয়ানে জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.4 ।

16 এপ্রিল – মধ্যপ্রাচ্যে ভয়াবহ বন্যায় 32 জনের মৃত্যু।

30 এপ্রিল – পরিবেশের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিল জি 7 দেশগুলি। 2030–2035 সালের পর কয়লাকে শক্তি হিসেবে ব্যবহারে।

20 মে– আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখ্য বিচারক ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিায়াহু ও গাজায় হামাস প্রধান ইয়াহা শিনওয়েরর নামে গ্রেফাতারি পরোয়ানা জারি করেন।

24 মে- ইসরাইলকে অবিলম্বে গাজা হিংসা বন্ধের নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস।

পাপুয়া নিউগিনির ভয়াবহ ধসে প্রায় দু’হাজার মানুষের মৃত্যু ।

28 মে –প্যালেস্তাইনকেদেশ হিসেবে স্বীকৃতি দিল স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে।

29 মে- দক্ষিণ আফ্রিকায় নির্বাচন হল। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবার ক্ষমতায় আসতে ব্যর্থ হল এএনসি পার্টি।

30 মে – আর্থিক তছরুপের মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগে আমেরিকার কোনও রাষ্ট্রপতি দোষী সাব্যস্ত হননি।

24 জুন – উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটেনের জেল থেকে ছাড়া পেলেন। আমেরিকার সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে তাঁকে ছেড়ে দেয় ব্রিটেন। দু'দিন বাদে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান জুলিয়ান।

4 জুলাই – ব্রিটোনে দেড় দশক বাদে হারল কনজারভেটিভরা।কিয়ের স্টার্মারনেতৃত্বে বিপুল আসন নিয়ে সরকারে ফিরল লেবার পার্টি।

5 জুলাই – ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন মাসুজ পেজেস্কিয়ান।

জুলাই 7 – ফ্রান্সের জাতীয় সংসদে ভালো ফল করল বামপন্থীরা। সকলকে চমকে দিয়ে ভালো ফল করলেও সরকার গড়ার মতো আসন সংগ্রহ করতে পারল না।

13 জুলাই – পেন্সিলভিনিয়ায় নির্বাচনী সভা চলাকালীন ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলল।

19 জুলাই- বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজের পরিষেবা মুখ থুবড়ে পড়ল শুক্রবার।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ক্রমশ হিংস্র চেহারা নিতে শুরু করল পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল

75

21 জুলাই – রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেনজো বাইডেন

22 জুলাই – ইথপিয়ার ভয়াবহ ধসে 257 জনের প্রাণ গেল। প্রকৃতির রোষে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় দুটি গ্রাম।

30 জুলাই- বেইরুটে ইজরায়েলের মিসাইল হানা। তাতে প্রাণ য়ায় হিজবুল্লার কমান্ডার ফৌদ শুকুরের।

31 জুলাই- তেহরানে একটি হামলায় প্রাণ গেল হামাসের অন্যতম প্রধান নেতা ইসমাইল হানিয়ার

5 অগস্ট – জনরোষে দেশ ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা (ইটিভি ভারত)

6 অগস্ট – হানিয়ার মৃত্যুর পর হামাসের প্রধান হলেন ইয়াহা শিনওয়ার।

8 অগস্ট– বাংলাদেশের দায়িত্ল নিল অন্তর্বতী সরকার। প্যারিস থেকে দীর্ঘদিন বাদে দেশে ফিরে সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুস।

9 অগস্ট – ব্রাজিলের সাওপাওলো শহরে একটি বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 72 জনের।

25 অগস্ট- দক্ষিণ লেবোননে হামলা শুরু করল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

12 সেপ্টেম্বর- পোল্যান্ডের একটি মিশনের অংশ হিসেব কমার্শিয়াল স্পেশওয়াকের আয়োজন করা হল ৷

15 সেপ্টেম্বর – প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চলল গুলি ৷ পালিয়ে যাওয়ার চেষ্টাও করল অভিযুক্ত ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টদের হাতে ধরা পড়ে যান রায়ান ওয়েসলি রুথ

ইজরায়েলের মিসাইল হানা (ইটিভি ভারত)

17–18 সেপ্টেম্বর – পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে লেবাননে মৃত্যু হল 32 হিজবুল্লা জঙ্গির৷ আহত হলেন প্রায় 3 হাজার 200 জন ৷

20 সেপ্টেম্বর– ইজরায়েলের হানায় প্রাণ যায় হিজবুল্লার বড় নেতা ইব্রাহিম আলির ৷ মৃত্যু হয় আরও দশজনের ৷

21 সেপ্টেম্বর – শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অনুরা কুমারা দিশানায়েক ৷

23 সেপ্টেম্বর- ইজরায়েলের বিমান হানায় লেবাননে হিজবুল্লার 569 জনের প্রাণ যায় ৷ আহতের সংখ্যা 1,835 ৷ তথ্য় বলছে, 2006 সালের পর থেকে এমন ভয়াবহ ঘটনা আর কখনও ঘটেনি ৷

26 সেপ্টেম্বর- ফ্লোরিডায় আছড়ে পড়ল হ্যারিকেন হেলেন ৷ প্রাণ যায় 236 জনের ৷ নিখোঁজ 685 জনের৷ 2017 সাল আছড়ে পড়েছিল হ্য়ারিকেন মারিয়া ৷ তারপর থেকে এত ভয়াবহ হ্যারিকেন আর কখনও দেখা যায়নি ৷

27 সেপ্টেম্বর- ইজরায়েলি বিমান হামলায় মৃত্য়ু হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহর ৷ বেইরুটে আচমকা বিমান হামলায় চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ তাতেই নাসরুল্লার প্রাণ যায় ৷

1 অক্টোবর- প্রত্যাখাত ইরানের ৷ ইজরায়েলকে লক্ষ্য করে ব্য়ালেস্টিক মিসাইল ছুঁড়ল ইরান ৷

16 অক্টোবর- গুলির লড়াইয়ে প্রাণ যায় হামাসের প্রধান ইয়াহা সিনওয়ারের ৷

স্পেনে ভয়াবহ বন্যা (ইটিভি ভারত)

1 নভেম্বর- ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 155 ৷ স্পেনের মালাগা থেকে শুরু করে ভ্যালেনসিয়ায় আচমকা প্রবল ঝড়-বৃষ্টি হয় এই প্রাকৃতি বিপর্যয়ে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা ৷ কমপক্ষে 158 জনের মৃত্যু হয় ৷

5 নভেম্বর- আমেরিকায় ইতিহাস ডোনাল্ড ট্রাম্পের ৷ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারালেন বড় ব্যবধানে। ট্রাম্প পান 312টি ইলেক্টোরাল ভোট। শতাংশের বিচারের তাঁর প্রাপ্ত ভোট 49.9 শতাংশ। আর 48.4 শতাংশ ভোট পেয়ে হ্যারিসের ঝুলিতে গিয়েছে 226টি ইলেক্টোরাল ভোট।

ডোনাল্ড ট্রাম্র ও কমলা হ্যারিস (ইটিভি ভারত)

9 নভেম্বর – ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তানের কোয়েটা রেলস্টেশন ! স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে 24 জনের মৃত্যু হয়৷ আহতের সংখ্যা প্রায় 46 জন ৷

14 নভেম্বর – শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেল শাসক-জোট।

26 নভেম্বর – হিজবুল্লার সঙ্গে লেবালনে সংঘর্ষ বিরতিতে সম্মতি দিল ইজরায়েল।

8 ডিসেম্বর- বিদ্রোহীদের কাছে শেষমেশ হার মানলেন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার-আল-আসাদ। প্রায় 50 বছর পর সিরিয়ায় ক্ষমতা হারায় আসাদ পরিবার। রাজধানীর দামাস্কাসের দখল চলে যায় বিদ্রোহীদের হাতে। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন আসাদ ৷

17 ডিসেম্বর- বড়সড় স্বস্তি পেলেন বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷ তাঁর সরকারকে মান্যতা দিল বাংলাদেশের হাইকোর্ট ৷ বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে আংশিক বাতিল করে আদালত নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারি ব্যবস্থাকে পুনঃস্থাপিত করে ৷

18 ডিসেম্বর- মধ্য কঙ্গোর নদীতে ভয়াবহ নৌকাডুবি ৷ ঘটনায় শিশু-সহ মৃত কমপক্ষে 25 জন ৷ নিখোঁজ হয়ে যায় বহু মানুষ৷ নৌকাটিতে 100 জনেরও বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে ৷ ফিমি নদীতে যাত্রা শুরুর কয়েকশো মিটার দূরেই নৌকাটি ডুবে যায় বলে খবর ৷

22 ডিসেম্বর- জার্মানির বড়দিনের বাজারে হামলা ৷ পূর্ব জার্মানির শহর ম্যাগডেবার্গের ভিড়ে ঠাসা বাজারের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে গাড়ি ৷ পি ভয়াবহ এই ঘটনায় এক শিশু-সহ 5 জনের প্রাণ যায় ৷ 7 ভারতীয়-সহ আহত হয় প্রায় 60 জন ৷

29 ডিসেম্বর- ফের বিমান দুর্ঘটনা ! কাজাখস্তানের বিমান দুর্ঘটনার রেশ কাটার আগেই চালক-ক্রু-সহ 181 জনকে নিয়ে রানওয়ের উপর ভেঙে পড়ে বিমান ৷ ঘটনাটি ঘটে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ 120 জনের মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details