পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক, জানালেন জয়শঙ্কর - Jaishankar meets Maldivian Minister

Jaishankar meets Maldivian Defence Minister: শুক্রবার তিনদিনের মলদ্বীপ সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ শনিবার তিনি বৈঠক করেন মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ৷ পরে তিনি জানান, ওই বৈঠক ইতিবাচক হয়েছে ৷ শুক্রবার মলদ্বীপে ইউপিএ পরিষেবা চালু নিয়ে মউ সাক্ষরও হয় জয়শঙ্করের উপস্থিতিতে ৷

S Jaishankar
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ফাইল ছবি)

By PTI

Published : Aug 10, 2024, 7:22 PM IST

মালে, 10 অগস্ট: মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী গাসান মাউমুনের সঙ্গে বৈঠক ভালো হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি এখন তিনদিনের মলদ্বীপ সফরে রয়েছেন ৷ সেই সফরের অঙ্গ হিসেবে এই বৈঠক করেন মোদির মন্ত্রিসভার এই সদস্য ৷ সেই বৈঠকে আঞ্চলিক শান্তি-প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতায় দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন জয়শঙ্কর ৷

মলদ্বীপে চিন-পন্থী বলে পরিচিত মহম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতের কোনও শীর্ষনেতা ওই দেশে সফর করছেন ৷ জয়শঙ্কর শুক্রবার সেখানে গিয়েছেন ৷ শনিবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন ৷ এই সফরের উদ্দেশ্য়ই দুই দেশের মধ্য়ে সম্পর্ককে আরও দৃঢ় করা ৷

এ দিন মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী গাসান মাউমুনের সঙ্গে বৈঠকের বিষয়টি সোশাল মিডিয়ায় জয়শঙ্করের তরফে একটি পোস্ট করা হয় ৷ সেখানে তিনি লেখেন, "প্রতিরক্ষামন্ত্রী গাসান মাউমুনের সঙ্গে একটি খুব ভালো বৈঠক হল । প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তার জন্য যৌথ উদ্যোগ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের যৌথস্বার্থ নিয়ে আলোচনা হয়েছে ।"

উল্লেখ্য়, গত বছর মুইজ্জি মালদ্বীপের প্রেসিডেন্টের চেয়ারে বসেন ৷ তার পর ওই দুই দেশের মধ্যে সেনা-চুক্তি হয়েছে ৷ সেখানে চিনের সামরিক উপস্থিতি ক্রমশ বাড়ছে ৷ যা ভারতের কাছে চিন্তার ৷ তার উপর মুইজ্জি ক্ষমতায় আসার পরই মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলে ৷ এ সবের প্রেক্ষিতে জয়শঙ্করের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ শুক্রবার সফরের প্রথম দিন জয়শঙ্কর বৈঠক করেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মোসা জামিরের সঙ্গে ৷ সেখানে প্রতিরক্ষা থেকে সামুদ্রিক সহযোগিতা, অর্থনীতি থেকে বাণিজ্য, একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷

তাছাড়া শুক্রবার দুই দেশের মধ্যে একটি মউ সাক্ষরিত হয়েছে ৷ সেই চুক্তি অনুযায়ী, এবার মলদ্বীপেও মিলবে ইউপিআই পরিষেবা ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, "ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এবং মলদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রকের মধ্যে মলদ্বীপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সাক্ষী থাকলাম ৷" পরে মলদ্বীপের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর জানান, ইউপিআই পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ভারত ডিজিটাল লেনদেনে বিপ্লব এনেছে ৷

জয়শঙ্কর আরও বলেন, "আজ বিশ্বের 40 শতাংশ রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট আমাদের দেশে হয় । আমরা আমাদের জীবনে প্রতিদিন এই বিপ্লব দেখতে পাই । আমি এটা জেনে আনন্দিত যে আজ মউ স্বাক্ষরের মাধ্যমে, আমরা মলদ্বীপে এই ডিজিটাল উদ্ভাবনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছি ৷ আমি উভয় পক্ষের অংশীদারদের জন্য শুভকামনা জানাই এবং আশা করি যে আমরা শীঘ্রই এখানে প্রথম ইউপিআই লেনদেন দেখতে পাবো । আমার উল্লেখ করা উচিত যে এটা পর্যটনের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে ৷"

প্রসঙ্গত, পর্যটন মলদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ৷ ওই দেশের জিডিপি-তে 30 শতাংশ অবদান রাখে পর্যটন ৷ সেখানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের 60 শতাংশও আসেন পর্যটন থেকে ৷ বিশেষ করে অনেক ভারতীয় সেখানে বেড়াতে যান ৷ তাই এই ইউপিআই ব্যবস্থা চালু হলে ভারতীয় পর্যটকরা যেমন সুবিধা পাবেন, তেমনই লাভ হবে মলদ্বীপেরও ৷

ABOUT THE AUTHOR

...view details