ভারত-মার্কিন সম্পর্ক আরও সমৃদ্ধ হবে, ট্রাম্পের শপথগ্রহণে আশাবাদী প্রবাসী ভারতীয়রা - DONALD TRUMP OATH TAKING CEREMONY
আজ আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ নতুন এই সরকারের আমলে ভারত-মার্কিন সুসম্পর্ক নিয়ে আশাবাদী আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা ৷
ওয়াশিংটন, 20 জানুয়ারি: আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সোমবার ক্যাপিটলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এই আবহে ট্রাম্পকে শুভেচ্ছা জানাল প্রবাসী ভারতীয়দের সংগঠন 'ইন্ডিয়াস্পোরা' ৷ তাদের আশা, ট্রাম্প 2.0 সরকার ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে ৷
সংগঠনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমআর রঙ্গস্বামী বলেন, "সংগঠনের তরফে 47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছি ৷ আমার আশা আমেরিকার এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত ও সমৃদ্ধ হবে ৷" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকালে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারত ও আমেরিকার শীর্ষ কূটনীতিক ও রাজনীতিকরা ৷ সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷ ভারতের সঙ্গে মজবুত দ্বি-পাক্ষিক সম্পর্ক বজায় রেখে চলার ক্ষেত্রে আমেরিকার অবদানও কোনও অংশে কম নয় ৷"
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্ছ্বসিত ট্রাম্প সমর্থক (এপি)
উল্লেখ্য, দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে একাধিক ভারতীয়কে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প ৷ নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, নাগরিক অধিকার-এর মতো গুরুত্বপূর্ণ পদে তাঁদেরকে বসিয়েছেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ৷ ট্রাম্প 2.0 সরকারে জায়গা করে নিয়েছেন হারমিত কউর ঢিলোঁ, বিবেক রামাস্বামী, কাশ প্যাটেল, জয় ভট্টাচার্য এবং শ্রীরাম কৃষ্ণানের মতো ব্যক্তিত্বরা ৷
'ইন্ডিয়াস্পোরা'-এর এক্সেকিউটিভ ডিরেক্টর সঞ্জীব যোশীপুরা বলেন, "আমাদের সংগঠনের দুটি প্রধান লক্ষ্য় রয়েছে ৷ প্রথমত, ভেদাভেদ দূরে সরিয়ে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের নাগরিক হিসেবে ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব বাড়ানো ৷ দ্বিতীয়ত, ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করা ৷" তিনি আরও বলেন, "মার্কিন প্রশাসনের শীর্ষে ভারতীয়দের নির্বাচিত করে প্রেসিডেন্ট ট্রাম্প সেই ধারা বজায় রেখেছেন ৷ ভারত-মার্কিন দ্বিপাক্ষীক সম্পর্ক মজবুতে অনুঘটকের কাজ করতে প্রস্তুত আমাদের সংগঠন ৷ ট্রাম্পের প্রথম মেয়াদকালেও করেছি ৷ সুতরাং, ভবিষ্য়তেও করব ৷"
ওয়াশিংটনে শপথগ্রহণের আগে ট্রাম্প (এপি)
প্রসঙ্গত, ভারতের সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর প্রথম মেয়াদকালে ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক মজবুত করতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিও সাক্ষর করতে দেখা যায় তাঁকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময়ে ট্রাম্প আয়োজিত 'হাউডি মোদি' নিয়ে আজও চর্চা করা হয় ৷ সুতরাং, ট্রাম্প 2.0 সরকারের সময়েও এই সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা সকলের ৷