জলপাইগুড়ি, 20 জানুয়ারি: সারাবছরই বিভিন্ন জেলায় প্রশাসনিক সফর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামিকাল মঙ্গলবার থেকে তেমনই একটি প্রশাসনিক সফর করতে চলেছেন আলিপুরদুয়ারে ৷ আপাতত বিষয়টি ‘সাধারণ’ মনে হলেও রাজনৈতিক মহল অবশ্য এর পিছনে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন ৷ কারণ, আট বছরের খরা কাটিয়ে অবশেষে আলিপুরদুয়ারে নির্বাচনী জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিধায়ক পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখতে চলেছেন উত্তরবঙ্গের এই জেলায়৷ তাই প্রশাসনিক কাজের মাঝেও তিনি রাজনৈতিক বার্তা দিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷
এবার তাঁর সফর তিনদিনের৷ মালদা থেকে আকাশপথে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলায় আসবেন । প্রশাসন সূত্রে খবর, 21 তারিখ বিকেলে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে অবতরণ করে জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের মালঙ্গি বনবাংলোতে রাত্রিবাস করবেন তিনি । পরের দিন 22 জানুয়ারি দুপুরে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ওই বৈঠক সেরে ফের ফিরে যাবেন মালঙ্গি বনবাংলোতে । এরপর 23 জানুয়ারি কালচিনি ব্লকের সুভাষিণী চা-বাগানের মাঠে একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী । সেই অনুষ্ঠান সেরে তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা ।
মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে উঠেছে আলিপুরদুয়ারে । জেলা পুলিশের তরফে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র করতে সব রকমের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে । সোমবার সভাস্থল পরিদর্শন করেন ৷ আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক ৷
তিনি জানান, তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলায় আসছেন । আগামী 22 তারিখ প্রশাসনিক বৈঠক এবং 23 তারিখ মুখ্যমন্ত্রী সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন । আলিপুরদুয়ারের জেলার প্রচুর মানুষ সরকারি সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী হাত থেকে । আগামী 23 তারিখ সুভাষিনি চা-বাগানের মাঠে জেলার সব অঞ্চল থেকে কর্মী এই সভায় আসবেন ।
তবে রাজনৈতিক মহল মনে করছে, প্রশাসনিক সফর হলেও এর মাধ্যমে রাজনৈতিক বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, আর প্রায় বছরখানেকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আলিপুরদুয়ারে 2021 সালের বিধানসভা নির্বাচনে সবক’টি আসনে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে ৷ আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক বিজেপির সুমন কাঞ্জিলাল পরে তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু খাতায়-কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক ৷
এছাড়া 2019 ও 2024 সালের লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ার আসনে জিততে পারেনি তৃণমূল ৷ যদিও চব্বিশের হারই এই জেলায় নির্বাচনে জয়ের মাধ্যমে বিধায়ক পেতে সাহায্য করে তৃণমূলকে ৷ এই জেলার মাদারিহাট আসনে 2016 ও 2021 সালে জেতেন বিজেপির মনোজ টিগ্গা ৷ 2024 সালে তিনিই জেতেন আলিপুরদুয়ার আসন থেকে ৷ ফলে মাদারিহাট বিধানসভা আসনটি ফাঁকা হয়৷ মাসকয়েক আগে উপ-নির্বাচনে সেখানে জেতে তৃণমূল ৷
ফলে আগামিদিনে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনেই জেতার চেষ্টা করবে তৃণমূল ৷ প্রশাসনিক প্রকল্পের মাধ্যমেই আলিপুরদুয়ারের ভোটারদের মন জয় করার চেষ্টা মুখ্যমন্ত্রী করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তাছাড়া চা-বলয় সহ পুরো উত্তরবঙ্গেই এখন প্রায় কোণঠাসা তৃণমূল ৷ কিছুদিন আগেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চা-বাগান নিয়ে একাধিক কর্মসূচির ঘোষণা করেছিলেন ৷ ছাব্বিশের ভোটে যে চা-বলয়ে বাংলার শাসক দল পাখির চোখ করেছে, তা তখনই স্পষ্ট হয়েছে ৷
এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে তিনদিনের সফর থেকে কী বার্তা দেন ! তবে প্রকাশ চিক বড়াইকের আশা, মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই আলিপুরদুয়ার জেলার বন্ধ চা-বাগানগুলো সব খুলে যাবে ৷