ওয়াশিংটন, 20 জানুয়ারি:পর্ন তারকাকে ঘুষ, সংখ্যালঘু বিদ্বেষী মনোভাব, অভিবাসন নীতি, গর্ভপাত আইন নিয়ে বিতর্ক, নির্বাচনী ফলে কারচুপির মতো একাধিক বিতর্ক রয়েছে তাঁকে ঘিরে ৷ কিন্তু নিজের জায়গায় স্থির থেকে লড়াই করেছেন ৷ অবশেষে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়ে দেশের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷
আজ ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ৷ ওয়াশিংটনের ক্যাপিটলে শপথ নেবেন তিনি ৷ এরপর প্রথা মেনে দুপুরে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন তিনি ৷ সেখানে বক্তব্য রাখার পর ওভাল অফিসে পৌঁছবেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ দেশের 47তম প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছে ক্যাপিটল রোটুন্ডা ৷
ক্যাপিটল রোটুন্ডায় শপথগ্রহণের তোড়জোড় (এপি)
নজরকাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে আর কী কী রয়েছে ?
মার্কিন সংবিধান অনুযায়ী, 20 জানুয়ারি (রবিবার হলে সেক্ষেত্রে আগামী দিন) দুপুর থেকে দেশের নয়া প্রেসিডেন্টের মেয়াদকাল শুরু হয় ৷ দুপুরে শপথগ্রহণের পর ওভাল অফিসের দায়িত্ব তুলে দেওয়া হয় নয়া প্রেসিডেন্টের হাতে ৷ নিয়ম অনুযায়ী, ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট ৷
বিগত কয়েকবছর ধরে ক্যাপিটলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা 'ওয়েস্ট লন'এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তবে এই বছর প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আমেরিকার আবহাওয়া দফতর ৷ সেই কারণে, এবছর ক্য়াপিটলের ভিতরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
অতিথি তালিকা
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এছাড়াও ওয়াশিংটনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মুকেশ অম্বানি ও তাঁর স্ত্রী নীতা অম্বানি ৷ সেই সঙ্গে, মার্ক জুকারবার্গ, জেফ বেজোস, ইলন মাস্ক, টিকটকের কর্নধার শাও চিউকেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷
ওয়াশিংটনে আতশবাজির অনুষ্ঠানে স্ত্রী'র সঙ্গে ট্রাম্প (এপি)
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টরাও ৷ তালিকায় রয়েছেন বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন ৷ উল্লেখ্য, 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটন ও 2024 সালের নির্বাচনে কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়েছেন ট্রাম্প ৷ মার্কিন সংবাদ সূত্রে খবর, এদিন তাঁরাও উপস্থিত থাকবেন ৷ এছাড়াও তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়র মিলেই এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ যদিও চিনা প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে ৷
সঙ্গীত অনুষ্ঠান
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিনের অনুষ্ঠানে আমেরিকার শীর্ষস্থানীয় সঙ্গীত তারকারা উপস্থিত থাকবেন ৷ তালিকায় রয়েছেন ক্যারি আন্ডারউড এবং লি গ্রিনউড ৷ সেই সঙ্গে শপথগ্রহণের পর 'বল' অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জ্যাশন আলডিন, রাশকল ফ্ল্যাটস, গ্যাভিন ডিগ্র ৷
জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই শীর্ষ মার্কিন আধিকারিক ও বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ৷ সেই সঙ্গে, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকায় সাক্ষর করবেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ৷