কাঠমাণ্ডু, 30 সেপ্টেম্বর: একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল ৷ বন্যা ও ধসের কারণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ সোমবার পুলিশ জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে দেশের বিভিন্ন জায়গায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে 192 জন ৷ এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে 30 জন ৷ সেই সঙ্গে, গুরুতর আহত অন্তত 94 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
শুক্রবার ও শনিবার একটানা ভারী বৃষ্টিতে নেপালে এই বিপর্যয় নেমে আসে ৷ কাঠমাণ্ডুর প্রধান নদী বাগমতীর জলস্তর ক্রমশ বাড়তে থাকে ৷ ফলে জলের তলায় চলে যায় পূর্ব ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ৷ সেই সঙ্গে, হড়পা বানের জেরে নেপালের বাকি এলাকাগুলিতে পরিস্থিতির আরও অবনতি ঘটে ৷
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়েছে, বন্যা দুর্গতদের উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ দেশের প্রতিটি কোনায় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে কাজ তল্লাশি অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ এখনও পর্যন্ত 4 হাজার 500 জনেরও বেশি বন্যা দুর্গতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার ৷