পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নেই একাধিক বিশ্বনেতা ! ধোঁয়াশার মধ্যেই শুরু হল Cop29 - COP29

নরেন্দ্র মোদি, জো বাইডেন, শি জিনপিং এবং ইমানুয়েল ম্যাক্রোঁর মতো জি20 নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন না ৷

cop29
ধোঁয়াশার মধ্যেই শুরু হল Cop29 (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 2:30 PM IST

বাকু, 12 নভেম্বর: COP29 সম্মেলনের জন্য সেজে উঠছে আজারবাইজানের বাকু ৷ দু’দিনের মধ্যে বাকুতে 75 জনেরও বেশি নেতা এই সম্মেলনে যোগ দিতে এসেছেন ৷ যদিও প্রত্যাশিত হলেও কিছু শক্তিশালী এবং দূষণকারী অর্থনীতির প্রধানরা এই বছরের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না । শোনা যাচ্ছে, অনুপস্থিত থাকতে পারেন তাবড় তাবড় বিশ্বনেতা ৷

নরেন্দ্র মোদি, জো বাইডেন, শি জিনপিং এবং ইমানুয়েল ম্যাক্রোঁর মতো জি20 নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন না ৷ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-সহ জি20 জোটের মাত্র কয়েকজন নেতা এই সম্মেলনে যোগ দেবেন । বিশ্বের মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) 80 শতাংশই এই জোটের দখলে । আন্তর্জাতিক বাণিজ্যের 75 শতাংশ হয় জি20 জোটের দেশগুলির মাধ্যমে । বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলির প্রায় 80 শতাংশই জি20 দেশগুলি নির্গমন করে ।

COP29-এ সর্বোচ্চ অগ্রাধিকার হল উন্নয়নশীল দেশগুলিতে জলবায়ু কর্মকাণ্ডের জন্য তহবিল বৃদ্ধির জন্য চুক্তি করা । যাতে ছোট দেশগুলি যেগুলি জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, কিন্তু সমুদ্রের জলস্তর বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেগুলিকে সাহায্য করা যায় ৷

বাকুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান ৷ জো বাইডেনের জলবায়ু বিষয়ক সহায়ক এতে অংশ নিচ্ছেন ৷ ডোনাল্ড ট্রাম্প আগেই জলবায়ু বিষয়ক সম্মেলনকে প্রত্যাখ্যান করেছেন ৷ 2016 থেকে 2020 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালীন পরিবেশ রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলির তোয়াক্কা করেননি ৷ এবার জলবায়ু সঙ্কট নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অর্থ তিনি দিতে চাইবেন না বলেই আশঙ্কা করছেন পরিবেশ নিয়ে কাজ করে চলা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ৷ যদিও বাইডেন আশ্বস্ত করেছেন, ট্রাম্প মসনদে বসায় মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানে কোনও পরিবর্তন হবে না ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details