লন্ডন, 6 অগস্ট: কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে চলা হিংসা, হানাহানি এবং তার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় ৷ এই সবের বিরুদ্ধে এবার রাষ্ট্রসংঘের নেতৃত্বে তদন্তের দাবি জানাল ব্রিটিশ সরকার ৷ ঘটনাচক্রে, যখন শেখ হাসিনা ব্রিটিশ সরকারের কাছে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন, তার পরপরই ইংল্যান্ডের বিদেশসচিব ডেভিড ল্যামি সোমবার এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷
বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা নজিরবিহীন হিংসা ও মর্মান্তিক সব প্রাণহানির ঘটনার নিন্দা করেছেন ৷ পাশাপাশি, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের কথা ভেবে, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ইংল্যান্ডের বিদেশসচিব ৷ অন্যদিকে, ব্রিটেনে হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয় নিয়ে কিয়ের স্টারমারের সরকার কোনও মন্তব্য করেনি ৷ ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে শুধুমাত্র ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তাদের দেশের অভিবাসন আইন বিশেষভাবে কোনও ব্যক্তিকে ব্রিটেনে আশ্রয় দেওয়ার অনুমতি দেয় না ৷