লন্ডন, 5 জুলাই: কয়েক ঘণ্টা আগেই নির্বাচনে বিপুল জয় পেয়েছেন ৷ আর তারপর 10 ডাউনিং স্ট্রিটের সামনে থেকে প্রথম ভাষণে পরিবর্তনের ডাক দিলেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ৷ একই সঙ্গে, 'নতুন ব্রিটেন' গড়ার ডাকও দিয়েছেন স্টারমার ৷
এদিন নির্বাচনের ফল ঘোষণা হতে দেখা যায় 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি ৷ আর তারপরই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হয়ে একের পর এক ঘোষণা করতে শোনা গেল স্টারমারকে ৷ ডাউনিং স্ট্রিটের সামনে থেকে বক্তব্য রাখতে গিয়ে এদিন স্টারমার বলেন, "কোনও সন্দেহ নেই যে, দেশে পরিবর্তনের কাজ দ্রুত শুরু হবে ৷ আমরা ব্রিটেনকে পুনর্গঠন করব এতেও কোনও সন্দেহ নেই।"
আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্টারমার ৷ তিনি বলেন, "আমাদের কাজ জরুরি ভিত্তিতে আমরা আজ থেকেই শুরু করব ৷" 61 বছরের স্টারমার তাঁর পূর্বসূরি ঋষি সুনককে দেশের প্রথম এশীয় বংশদ্ভূত প্রধানমন্ত্রী হওয়ার পর অতিরিক্ত চেষ্টার স্বীকৃতিও দিয়েছেন। হারতে হলেও ব্রিটেনের সাধারণ নির্বাচনে 200টিরও বেশি আসন পেয়েছে সুনকের কনজারভেটিভ পার্টি ৷ অন্যদিকে, বিপুল জয়ের পর এদিনই সরকার গঠনের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন স্টারমার ৷ সেখানে তাঁকে সরকার গঠনের জন্য আহ্বানও জানান রাজা ৷ অন্যদিকে, এর আগে 44 বছর বয়সি ঋষি সুনক রাজার সঙ্গে দেখা করার পরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগও করেন। স্টারমার জানান, দেশ পরিবর্তনের জন্য এবং জনসেবার রাজনীতি ফিরে আসার জন্য মানুষ সিদ্ধান্তমূলকভাবে ভোট দিয়েছে ৷
তিনি বলেন, "জনগণের ত্যাগ এবং রাজনীতিবিদদের কাছ থেকে তাঁরা যে সেবা গ্রহণ করেন, তার ব্যবধান যখন এতটা বেড়ে যায়, তখন এটি জাতিকে বিরক্তিকর দিকে নিয়ে যায় ৷ যার ফলে উন্নত ভবিষ্যতের আশা, চেতনা, বিশ্বাস থেকে দূরে সরে যায় । আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে ৷" স্টারমার আরও বলেন, "শুধুমাত্র কাজ দিয়ে এই ক্ষত নিরাময় করা যেতে পারে ৷ শব্দ দিয়ে নয়। জনসেবা একটা বিশেষ সুযোগ, এই সরকারের উচিত দেশের প্রতিটি ব্যক্তির সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করা ৷" স্টারমারের কথায়, "আপনারা আমাদের একটা সুস্পষ্ট আদেশ দিয়েছেন ৷ আমরা পরিবর্তন আনতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতেই এই নির্দেশ ব্যবহার করব ৷"
(পিটিআই)