সান ফ্রান্সিসকো, 28 ডিসেম্বর:একজন সত্যিকারের রাষ্ট্রনেতা ৷ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডঃ মনমোহন সিং ৷ মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর ৷
ভারতের এই মিষ্টিভাষী, নম্র ও সত প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাহত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ তাঁর কথায়, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সাহসিকতার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অভূতপূর্ব সহযোগিতা আজ সম্ভব হয়েছে ।" বাইডেন আরও লেখেন, "ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে প্রথম কোয়াডের বৈঠক তাঁর জন্যই সম্ভব হয়েছে ৷ দুই দেশের বর্তমান সম্পর্কের মজবুত ভিত নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর গৃহীত প্রতিটি পদক্ষেপ আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে ৷ একজন সত্যিকারের রাষ্ট্রনেতা ছিলেন ৷"
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জানান, 2008 সালে সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান থাকাকালীন মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয় ৷ এরপর 2009 সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ভারত সফরে ফের দুই রাষ্ট্রনেতার বৈঠক হয় ৷ তাঁর বিবৃতিতে সেই প্রসঙ্গ তুলে বাইডেন বলেন, "2013 সালে আমাকে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ সেই সফরে দুই দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বৈঠক হয় ৷ কোন পথ অবলম্বন করলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে, সেই বিষয়েও আমাদের মধ্য়ে আলোচনা হয়েছিল ৷"
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার শোকপ্রকাশ করেন একাধিক রাষ্ট্রনেতা ৷ শোকপ্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ৷ প্রকাশিত একটি বিবৃতিতে তিনি বলেন, "ভারতের অর্থনৈতিক উন্নতি সাধনে ডঃ মনমোহন সিংয়ের অবদান অপরিসীম ৷ বিশ্ব দরবারে ভারতের গুরুত্ব তুলে ধরেছিলেন তিনি ৷ রাশিয়া ও ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তাঁর গুরুত্ব অভাবনীয় ৷ তাঁর প্রচেষ্টায় দুই দেশের বর্তমান সম্পর্কে উন্নতি ঘটেছে ৷"
শনিবার নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে, উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও সন্তানরা ৷ উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷