পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সুনীল ভারতী মিত্তালকে নাইট উপাধি দিলেন রাজা তৃতীয় চার্লস - সুনীল ভারতী মিত্তল

Sunil Bharti Mittal knighted: ভারতী এন্টারপ্রাইজের প্রধান সুনীল ভারতী মিত্তালকে নাইট উপাধি দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Feb 28, 2024, 7:26 PM IST

লন্ডন, 28 ফেব্রুয়ারি:ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালকে সাম্মানিক নাইটহুড প্রদান করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ৷ ব্রিটেন ও ভারতের ব্যবসায়িক সম্পর্কে অবদান রাখায় তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে ৷ মিত্তাল হলেন প্রথম ভারতীয় যিনি ক্ষেত্রে এই উপাধি পেলেন ৷

ব্রিটেনের মন্ত্রিপরিষদের অফিস দ্বারা প্রকাশিত সম্মানসূচক ব্রিটিশ পুরস্কারের তালিকায় মিত্তাল ব্রিটিশ সাম্রাজ্যের মোস্ট এক্সিলেন্ট অর্ডারের আওতায় একটি কেবিই পেয়েছেন, যা একজন ব্রিটিশ রাজা কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মানগুলির মধ্যে অন্যতম ৷ 66 বছর বয়সি এই উদ্যোগপতি একটি বিবৃতিতে বলেছেন যে,

"রাজা চার্লসের কাছ থেকে অনুগ্রহপূর্ণ এই স্বীকৃতি পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ৷ ব্রিটেন ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা এখন বর্ধিত সহযোগিতার নতুন যুগে প্রবেশ করছে । আমি আমাদের দুই মহান দেশের মধ্যে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

এই সম্মান পাওয়ার পর মিত্তাল আরও বলেছেন, "আমি ব্রিটিশ সরকারের কাছে কৃতজ্ঞ, যার সমর্থন এবং ব্যবসার চাহিদার প্রতি গভীর মনোযোগ দেশটিকে একটি আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ।"

যে কোনও ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিদেশি নাগরিকদের পুরস্কৃত করা হয় কেবিই দিয়ে ৷ যদিও ব্রিটেনের নাগরিকদের নাইটহুড প্রদান করা হলে তাঁদের দেওয়া হয় স্যার বা ডেম উপাধি ৷ আর ব্রিটেনের বাইরের নাগরিকরা তাঁদের নামের পরে কেবিই (বা মহিলাদের জন্য ডিবিই) সম্মান যোগ করেন । সাম্মানিক কেবিই-র পূর্ববর্তী ভারতীয় প্রাপকদের মধ্যে রয়েছেন রতন টাটা (2009), রবি শঙ্কর (2001) এবং জামশেদ ইরানি (1997) ৷ প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁদের এই উপাধি দিয়েছিলেন ।

আরও পড়ুন:

  1. 'বাবা বেঁচে থাকতে এই সম্মান পেলে আরও খুশি হতেন', ভারতরত্ন প্রাপ্তিতে জানালেন স্বামীনাথনের মেয়ে
  2. 'লড়াইয়ের অপর নাম ঋত্বিক, থেকে গেলেন আড়ালে', চলচ্চিত্র উৎসবে পরিচালকের বায়োপিক জিতল সেরার তকমা
  3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

ABOUT THE AUTHOR

...view details