ঢাকা, 11 ডিসেম্বর: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা ! শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিকবার এমন অভিযোগ উঠেছে সেদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে ৷ মঙ্গলবার বাংলাদেশ সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, অগস্ট থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর 88টি হিংসার ঘটনা ঘটেছে ৷ আর হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 70 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
বাংলাদেশে অশান্তির আঁচ ছড়িয়েছে ভারতে ৷ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে টানাপোড়েনও শুরু হয় ৷ এই আবহে সোমবার ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ৷ সেদেশের কূটনীতিক ও বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ একদিনের সফরে বাংলাদেশে সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখাও করেন তিনি ৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্রম মিস্রি ৷ যদিও বৈঠকের পর হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবরকে 'বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য' বলে উল্লেখ করেছিল বাংলাদেশ বিদেশমন্ত্রক ৷ কিন্তু একদিনের মধ্যে ইউ-টার্ন করে ইউনুস সরকার ৷ মঙ্গলবার রাতেই সে দেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার ৷
প্রেসসচিব শফিকুল আলম জানান, 5 অগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপর 88টি হিংসার ঘটনা সামনে এসেছে ৷ তিনি বলেন, "তবে এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ কারণ, সম্প্রতি গাজিপুর-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা সামনে এসেছে ৷" তিনি আরও জানান, আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ তবে কয়েকটি ঘটনা ছাড়া, ধর্মের কারণে এদেশে হিন্দুরা আক্রান্ত হয়নি ৷